বিশ্বের সামরিক অপারেশন | World military operations

বিশ্বের সামরিক অপারেশন

অপারেশন
নাম বর্ণনা
অপারেশন ডেজার্ট স্টর্ম মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী কুয়েতে ইরাকি দখলের অবসান ঘটাতে ইরাকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে। এই অভিযানের মেয়াদকাল ছিল ২ আগস্ট, ১৯৯০ হতে ২৮ ফেব্রুয়ারি, ১৯৯১। এটি 'উপসাগরীয় যুদ্ধ' (Gulf War) নামেও পরিচিত ।
অপারেশন ডেজার্ট শিল্ড ১৯৯০ সালে সম্ভাব্য ইরাকি অগ্রাসন প্রতিরোধে সৌদি আরবে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হয়।
অপারেশন ডিফেনসিভ শিল্ড ২০০২ সালে ইসরাইলের সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান।
অপারেশন এনডুরিং ফ্রিডম সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ২০০১ সালে আফগানিস্তানে পরিচালিত মার্কিন অভিযান।
অপারেশন ইরাকি ফ্রিডম ২০০৩ সালের ২০ মার্চ ইঙ্গ-মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ইরাকে অভিযান শুরু করে। এটি। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ (Second Gulf War) নামেও পরিচিত।
অপারেশন রেড ডন ১৩ ডিসেম্বর, ২০০৩ প্রাক্তন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গ্রেফতারের জন্য মার্কিন বাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযান।
অপারেশন জেরোনিমো ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের সাংকেতিক নাম।
অপারেশন ওডিসি ডন পশ্চিমা বিশ্বের যৌথবাহিনী কর্তৃক লিবিয়ায় পরিচালিত সামরিক অভিযান। ১৯ মার্চ, ২০১১ যৌথবাহিনী এ অভিযান শুরু করে।
অপারেশন নোবেল ঈগল বিশ্বব্যাপী ১০ বছর মেয়াদী সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন ইঙ্গ অভিযানের নাম।
অপারেশন সি লায়ন ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক বৃটেনে পরিচালিত অভিযান
অপারেশন বারবারোস ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক রাশিয়ায় পরিচালিত অভিযান
অপারেশন হাস্কি ২য় বিশ্বযুদ্ধের সময় USA-UK কর্তৃক ইতালিতে পরিচালিত অভিযান
অপারেশন সার্চলাইট ১৯৭১ সালে ২৫ মার্চ দিবাগত রাতে পাক বাহিনী কর্তৃক বাংলাদেশে বাঙালী হত্যার অভিযান
অপারেশন জ্যাকপট ১৯৭১ সালে ১৫ আগস্ট মুক্তিবাহিনী নৌকমান্ডো কর্তৃক পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে অভিযান
অপারেশন ক্লোজডোর বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ যুদ্ধ পরবর্তী অস্ত্র উদ্ধার অভিযান।
অপারেশন ব্লুস্টার ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী সরকার কর্তৃক শিখ উপাসনালয় স্বর্ণমন্দিরে অভিযান।
অপারেশন সি এঞ্জেল ১৯৯১ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় পরবর্তী মার্কিন টাস্কফোর্সের সাহায্য অভিযান।
অপারেশন স্ট্রাইকিং ফোর্স ২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশে নিষিদ্ধ পলিথিন নির্মূল অভিযান।
অপারেশন অ্যানাকোন্ডা মার্চ ২০০২ সালে মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদা বিরোধী অভিযান।
অপারেশন ডেজার্ট ফক্স ১৬ ডিসেম্বর, ১৯৯৮ সালে ইঙ্গ-মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে পরিচালিত সামরিক অভিযান।
অপারেশন সিওর ভিক্টর শ্রীলংকা সরকার কর্তৃক LTTE দমন অভিযান (১৯৯৮ সালে)।
অপারেশন রেইনবো ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক মে ২০০৪ সালে ফিলিস্তিনি নির্মূল অভিযান।
অপারেশন ব্ল‍্যাক থান্ডার স্টর্ম পাকিস্তান- মার্কিন বাহিনী কর্তৃক ২০০৯ সালে তালেবান দমন অভিযান।
অপারেশন ওভারলোড USA + UK + Canada কর্তৃক ৬ জুন ১৯৪৪ সালে ফ্রান্সকে নাৎসী বাহিনী মুক্ত করতে অভিযান।
অপারেশন লোটাস ইন্দোনেশিয়া কর্তৃক ১৯৭৫ সালে পূর্ব তিমূরে পরিচালিত অভিযান।
অপারেশন ক্যাকটাস ভারত কর্তৃক মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম এর ক্ষমতাচ্যুতি রোধে ১৯৭৮ সালে পরিচালিত অভিযান।
অপারেশন ক্লিনহার্ট বাংলাদেশের যৌথ বাহিনী কর্তৃক ১৬ অক্টোবর ২০০২ সালে দেশে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।
أحدث أقدم