স্থলবেষ্টিত দেশ হলো সেই দেশ যেখানে কোনরুপ জলসীমা নেই, অর্থাৎ চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে স্থলসীমান্ত দ্বারা যুক্ত থাকে । বেশিরভাগ স্থলবেষ্টিত দেশ মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। স্থলবেষ্টিত দেশগুলোর অর্থনীতি প্রায়শই কৃষি, খনিজ সম্পদ, এবং পর্যটনের উপর নির্ভরশীল। এই সমস্ত দেশগুলিকে মালামাল পরিবহনের জন্য পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় । উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই। বিশ্বে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। যথাঃ
এশিয়ার ১০ টি দেশ
- নেপাল
- ভুটান
- আফগানিস্তান
- লাওস
- মঙ্গোলিয়া
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- উজবেকিস্তান
- তাজিকিস্তান
- তুর্কমেনিস্তান
আফ্রিকার ১৬ টি দেশ
- মালি
- নাইজার
- উগান্ডা
- বতসোয়ানা
- জিম্বাবুয়ে
- রুয়ান্ডা
- বুরুন্ডি
- মালাউই
- জাম্বিয়া
- ইথিওপিয়া
- চাঁদ
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- লেসোথো
- বুর্কিনা ফাসো বা বারকিনো ফাসো
- ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ড
- দক্ষিণ সুদান
ইউরোপের ১৭ টি দেশ
- অস্ট্রিয়া
- আর্মেনিয়া
- আজারবাইজান
- সুইজারল্যান্ড
- চেক প্রজাতন্ত্র
- কসোভো
- মলদোভা
- বেলারুশ
- স্লোভাকিয়া
- সার্বিয়া
- ভ্যাটিকান সিটি
- অ্যান্ডোরা
- মেসিডোনিয়া
- স্যান মেরিনো
- লিচেনস্টাইন
- লুক্সেমবার্গ
- হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)
দক্ষিণ আমেরিকার ২ টি দেশ
- বলিভিয়া
- প্যারাগুয়ে
ছিদ্রায়িত রাষ্ট্র
ছিদ্রায়িত রাষ্ট্র : স্থলবেষ্টিত যে দেশটি চারদিকে শুধুমাত্র একটি দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। যথা-
- স্যান মেরিনো (ইতালি দ্বারা পরিবেষ্টিত)
- ভ্যাটিকান সিটি (ইতালি দ্বারা পরিবেষ্টিত)
- লেসেথো (দক্ষিা আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত)
- সোয়াজিল্যান্ড ( দেশটির উত্তর-পূর্ব দিকে মোজাম্বিক এবং উত্তর, পশ্চিম ও দক্ষিণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমান্ত রয়েছে )