দ্বীপ ও উপদ্বীপ

চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে দ্বীপপুঞ্জ বলা হয়। দ্বীপ প্রধানত দুই রকমের হয়—মহাদেশীয় দ্বীপ এবং মহাসাগরীয় দ্বীপ।এছাড়া কৃত্রিম দ্বীপও রয়েছে। মহাদেশীয় দ্বীপ হল মহাদেশের কোনো অংশ সমুদ্রের পানিতে ডুবে গিয়ে কিছু অংশ যদি স্থল দেখা যায় সেটা।আর মহাসাগরেরর মাঝে, স্থলের সংযোগ নাই এমন দ্বীপ হল মহাসাগরীয় দ্বীপ। দ্বীপ শব্দটির উৎপত্তি হলো "দুই দিকে অপ (পানি) যার", অর্থাৎ চতুর্দিকে পানি বা জল বেষ্টিত ভূখণ্ড হতে। নানাভাবে দ্বীপ সৃষ্টি হতে পারে, যেমন পলি সঞ্চিত হয়ে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে, অথবা প্রবাল সঞ্চিত হয়ে। অস্ট্রেলিয়া মহাদেশকে অনেক সময় বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়। এর পরেই রয়েছে গ্রিনল্যান্ড। বাংলাদেশের সেন্ট মার্টিন্স দ্বীপ একটি প্রবাল দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ।

স্বাধীন দ্বীপরাষ্ট্র

এশিয়া

ইন্দোনেশিয়া: জনসংখ্যা ও আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র। ইন্দোনেশিয়ায় সর্বমোট ১৭০০০ দ্বীপ রয়েছে। দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা সর্বাধিক। এখানে উল্লেখ্য যে, পৃথিবীর সর্বাধিক সংখ্যক দ্বীপ আছে কানাডায় (৩০,০০০ এর অধিক)। এটি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ- সুমাত্রা, বোর্নিও (কালিমানতান), জাভা, সুলাওসি, নিউগিনি (ইরিয়ানজায়া), বালি প্রভৃতি। আয়তনে সুমাত্রা ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ। জাভা ইন্দোনেশিয়া তথা পৃথিবীর সর্বাধিক জনবহুল দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত।

জাপান: জাপান সাগরে অবস্থিত জাপানে সর্বমোট ৬৮৫২টি দ্বীপ আছে। জাপানের প্রধান চারটি দ্বীপ হোক্কায়িডো, হনসু শিকোকু এবং কিউসু। দ্বীপগুলোর মধ্যে হনসু আয়তনে বৃহত্তম। জাপানের রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। জাপানের একটি বিখ্যাত দ্বীপ ওকিনাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে নেয়। ১৯৭২ সালে দ্বীপটি পুনরায় জাপানের কাছে ফেরত দেয়। কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশাল নৌঘাটি আছে।

ফিলিপাইন: এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ যা ৭,১০০টি দ্বীপ নিয়ে গঠিত। ফিলিপাইন তিনটি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত। যথা- লুজন, মিন্দানাও এবং ভিসায়াস। দ্বীপ তিনটির মধ্যে আয়তনে বৃহত্তম দ্বীপ লুজন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত। মিন্দানাও দ্বীপে মরো লিবারেশন ফ্রন্ট নামক বিদ্রোহী গোষ্ঠী কার্যকর।

শ্রীলঙ্কা: শ্রীলংকা একটি দ্বীপ দেশ। এর ভৌগোলিক বৈশিষ্ট্য হলো এটি একটি ব-দ্বীপ রাষ্ট্র। ভারত ও শ্রীলংকার মাঝে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ সহ আরো ছোট ছোট দ্বীপ রয়েছে। শ্রীলংকা ভারত থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পেট্রোটালাগালা।

মালদ্বীপ: এর অবস্থান ভারত মহাসাগর এর অন্তর্গত আরব সাগরে। আয়তনে এবং লোকসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা ১.৫ মিটার।

ব্রুনাই: বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর আয়ের প্রধান উৎস পেট্রোলিয়াম।

[ পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ হলো বাংলাদেশ ]

ইউরোপ

যুক্তরাজ্য (United Kingdom): ৪টি দেশের সমন্বয়ে যুক্তরাজ্য গঠিত। যথা- ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস।
✓ গ্রেট ব্রিটেন দ্বীপ = ইংল্যান্ড + স্কটল্যান্ড + ওয়েলস
✓ এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
✓ ইউরোপের সর্ববৃহৎ দ্বীপ।

ওশেনিয়া

  • অস্ট্রেলিয়া
  • নিউজিল্যান্ড
  • ফিজি
  • কিরিবাতি
  • ভানুয়াতু
  • পাপুয়া নিউগিনি
  • পালাউ
  • টুভ্যালু
  • মার্শাল দ্বীপপুঞ্জ
  • টোঙ্গা
  • সলোমান দ্বীপপুঞ্জ
  • ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
  • নাউরু: জনসংখ্যা ও আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র।

আফ্রিকা

  • কেপভার্দে
  • কমোরোস
  • মাদাগাস্কার
  • মৌরিতানিয়া
  • সিচেলিস
  • সাওটোমে এন্ড প্রিন্সিপে

উত্তর আমেরিকা : ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত:

  • এন্টিগুয়া ও বারমুডা
  • বাহামা
  • বার্বাডোস
  • কিউবা
  • ডোমিনিকা প্রজাতন্ত্র
  • ডোমিনিকা
  • গ্রানাডা
  • হাইতি
  • জ্যামাইকা
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স
  • ত্রিনিদাদ এন্ড টোব্যাকো
  • সেন্ট কিটস এন্ড নেভিস
মহাসাগরে অবস্থিত/তীরবর্তী দ্বীপ (Island) বা রাষ্ট্র
দ্বীপ (Island) বা রাষ্ট্র অবস্থান
ভারত, পাকিস্তান, ইরান, ওমান, ইয়েমেন ও সোমালিয়া আরব সাগরের তীরবর্তী
ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া বঙ্গোপসাগরের তীরবর্তী
১০টি দেশের অবস্থান পারস্য উপসাগরের তীরবর্তী

বিশ্বের প্রধান দ্বীপগুলোর অবস্থান

বিশ্বের প্রধান দ্বীপগুলোর অবস্থান
সাগর / মহাসাগর দ্বীপ
প্রশান্ত মহাসাগর নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, শাখালিন দ্বীপপুঞ্জ, কুড়িল দ্বীপপুঞ্জ, বোর্নিও, ফিলিপাইন, জাপান, মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া, পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ এবং ভলকানো দ্বীপপুঞ্জ।
আটলান্টিক মহাসাগর ফকল্যান্ড, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কেপভার্দে, সেন্ট হেলেনা (যুক্তরাজ্য)।
উত্তর আটলান্টিক মহাসাগর নিউ ফাউল্যান্ড দ্বীপ
আর্কটিক সাগর বাফিন দ্বীপ (কানাডা)
ক্যারিবিয়ান সাগর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ
দক্ষিণ চীন সাগর ম্যাকাও (চীন), লুজন (ফিলিপাইন), মিন্দানাও (ফিলিপাইন), স্প্রাটলি দ্বীপপুঞ্জ।
পারস্য উপসাগর আবু মুসা (ইরান), পাম দ্বীপ (সংযুক্ত আরব আমিরাত) [কৃত্রিম দ্বীপ]
বাবেল মান্দেব প্রণালী সাত ভাই দ্বীপপুঞ্জ
ভারত মহাসাগর • সুমাত্রা (ইন্দোনেশিয়া), জাভা (ইন্দোনেশিয়া)
• মালদ্বীপ (আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে)
• শ্রীলঙ্কা, মান্নার দ্বীপপুঞ্জ (শ্রীলঙ্কা), জাফনা (শ্রীলঙ্কা)।
• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ [ভারতের একটি রাজ্য। রাজ্যটির রাজধানীর নাম 'পোর্ট ব্লেয়ার'], • লাক্ষাদ্বীপ (ভারত)।
• মাদাগাস্কার (ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ)
• কামারোস, মৌরিতানিয়া, সিচেলিস, মরিশাস, অস্ট্রেলিয়া।
ভূমধ্যসাগর সাইপ্রাস, মাল্টা, সিসিলি (ইতালি), কর্সিকা (ফ্রান্স) রোডস দ্বীপপুঞ্জ, লায়লা/ পেরিজিল দ্বীপ।

উল্লেখযোগ্য দ্বীপ

  1. গ্রিনল্যান্ড :
    ● গ্রিনল্যান্ড আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ।
    ● এটি ডেনমার্কের মালিকানাধীন ।
    ● উত্তর আমেরিকার একটি স্বায়ত্তশাসিত দেশ।
    ● রাজধানীর নাম নুক।
    ● দেশটির শুধুমাত্র প্রতিরক্ষা, আর্থিক নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক 'ডেনিশ রয়‍্যাল গভর্মেন্ট' কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
  2. নিউগিনি :
    ● নিউগিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
    ● এটি ইন্দোনেশিয়ার মালিকানাধীন ।
  3. বোর্নিও :
    ● বোর্নিও প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
  4. পাম দ্বীপপুঞ্জ :
    ● পাম দ্বীপপুঞ্জ পারস্য উপসাগরে অবস্থিত একটি কৃত্রিম দ্বীপ ।
    ● এটি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ।
  5. সেন্তোষা দ্বীপ :
    ● এটি সিঙ্গাপুরে অবস্থিত । কিম-ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক এ দ্বীপে অনুষ্ঠিত হয় ।

দ্বীপদেশ: যে দেশের চতুর্দিকে জলরাশি রয়েছে এবং এর কোনো স্থলসীমান্ত নাই সেই দেশকে দ্বীপদেশ বলা হয়। যেমন: শ্রীলঙ্কা

বিরোধপূর্ণ দ্বীপ

  • আবু মুসা দ্বীপ : পারস্য উপসাগরে অবস্থিত ইরান ও সংযুক্ত আরব আমিরাতের একটি বিরোধপূর্ণ দ্বীপ।
  • তানব দ্বীপ : পারস্য উপসাগরে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ।
  • কুরিল দ্বীপ : রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের নিকট হতে দ্বীপটি দখল করে নেয়।
  • শাখালিন দ্বীপপুঞ্জ : রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। এই দ্বীপপুঞ্জে রাশিয়ার একটি নৌঘাটি আছে ।
  • ফকল্যান্ড দ্বীপ : যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে একটি বিতর্কিত দ্বীপ। এই দ্বীপ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
  • স্প্রাটলি দ্বীপপুঞ্জ : ভিয়েতনাম ও চীনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • ইয়ান দ্বীপ, নানসা দ্বীপপুঞ্জ, মিমা দ্বীপপুঞ্জ : দক্ষিণ চীন সাগরে অবস্থিত। চীন, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ।
  • পেরেজিল দ্বীপ : মরক্কো ও স্পেনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। মরক্কোতে এই দ্বীপ 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
  • দক্ষিণ তালপট্টি : বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। ভারতে এই দ্বীপ পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত।
  • সেনকাকু দ্বীপ : চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। চীনে এটি 'দিয়াওয়াউ' নামে পরিচিত।

বিভিন্ন দ্বীপ যা অন্য রাষ্ট্রের শাসনাধীন :

  • যুক্তরাষ্ট্রের শাসনাধীন দ্বীপ :• ভার্জিন দ্বীপপুঞ্জ, পোটোরিকা - ২টি
  • যুক্তরাজ্যের শাসনাধীন দ্বীপ : কেইক্স দ্বীপপুঞ্জ, ক্যামেন দ্বীপপুঞ্জ, তুর্ক দ্বীপপুঞ্জ, মন্টমেরাট - ৪টি
  • ফ্রান্সের শাসনাধীন দ্বীপ : মার্টিনিক, গুয়াডেলোপ - ২ টি

উপদ্বীপ

উপদ্বীপ: উপদ্বীপ হলো জলাভূমি বেষ্টিত একটি ভূখণ্ড যা একটি সরু-ভূখণ্ড (যোজক) এর মাধ্যমে মূলভূখণ্ডের সাথে যুক্ত থাকে।

  1. কোরীয় উপদ্বীপ :
    ● জাপান সাগর ও পূর্বচীন সাগর বেষ্টিত একটি উপদ্বীপ।
    দেশ: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।
  2. ইতালিয়ান উপদ্বীপ :
    ● ভূমধ্যসাগর অঞ্চলের একটি উপদ্বীপ।
    দেশ: ইতালি, ভ্যাটিক্যান সিটি, স্যান ম্যারিনো।
  3. ইবেরিয়ান উপদ্বীপ :
    ● ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগর বেষ্টিত একটি উপদ্বীপ।
    দেশ: স্পেন, পতুর্গাল, এন্ডোরা, ফ্রান্সের দক্ষিণাংশ।
  4. বলকান উপদ্বীপ :
    দেশ: আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, গ্রিস, কসোভো, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া।
    ● তুর্কি শব্দ 'বলকান'-এর অর্থ পার্বত্যাঞ্চল। ভৌগোলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ।
  5. সিনাই উপদ্বীপ : ● মিশরের একটি গুরুত্বপূর্ণ উপদ্বীপ। ১৯৫৬ সালের সুয়েজ সঙ্কট এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল মিশর হতে এই উপদ্বীপ ছিনিয়ে নেয়। ১৯৭৩ সালের চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধের সময় মিশর উপদ্বীপটি ফেরত পায়।
أحدث أقدم