সেনাবাহিনী ও সামরিক শক্তি | Army and military power

পারমাণবিক শক্তিধর দেশ

পারমাণবিক শক্তিধর ৮টি দেশ
দেশ প্রথম পারমাণবিক বিস্ফোরণের সময় Note
১. যুক্তরাষ্ট্র ১৯৪৫ • Trinity: যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ১৬ জুলাই নিউমেক্সিকোতে প্রথম আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণ 'ট্রিনিটি টেস্ট' নামে পরিচিত।
• সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে যুক্তরাষ্ট্রে।
• আণবিক বোমা পরীক্ষার স্থান: নেভেদা, মার্শাল দ্বীপপুঞ্জ, আলাস্কা, নিউমেক্সিকো, কলোরাডো, মিসিসিপি
২. রাশিয়া ১৯৪৯ • সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ আছে রাশিয়ায়।
• আণবিক বোমা পরীক্ষার স্থান: সেমিপালাটিনস্ক।
৩. যুক্তরাজ্য ১৯৪৯ আণবিক বোমা পরীক্ষার স্থান: অস্ট্রেলিয়ার মারালিঙ্গা এবং এমু ফিল্ড, প্রশান্ত মহাসাগরের ক্রিসমাস দ্বীপপুঞ্জ।
৪. ফ্রান্স ১৯৬০ আণবিক বোমা পরীক্ষার স্থান: মরুরোয়া (প্রশান্ত মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ায় অবস্থিত)
৫. চীন ১৯৬৪ আণবিক বোমা পরীক্ষার স্থান: লুপনর
৬. ভারত ১৯৭৪ • আণবিক বোমা পরীক্ষার স্থান: পোরখান।
• ভারতে আণবিক বোমার জনক এপিজে আবুল কালাম
৭. পাকিস্তান ১৯৯৮ • পাকিস্তানের আণবিক বোমার জনক আব্দুল কাদির খান
• আণবিক বোমা পরীক্ষার স্থান: রাসকহ পাহাড় (চাগাই), খারান মরুভূমি
৮. উত্তর কোরিয়া ২০০৬ • আণবিক বোমা পরীক্ষার স্থান: হাওয়াদিরি।

যুদ্ধাস্ত্র

যুদ্ধবিমান
দেশ যুদ্ধবিমান
যুক্তরাষ্ট্র এফ-১৬: মার্কিন জঙ্গি বিমান।
স্টেলথ: রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গী বিমান।
সি-১৩০: মার্কিন সামরিক পরিবহন বিমান।
বি-৫২: মার্কিন বোমারু বিমান।
এয়ারফোর্স ওয়ান: মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান।
রাশিয়া মিগ-২৯, মিগ-২১, Sukhoi su-47
চীন জে-৫, জে-৬
ফ্রান্স রাফালে, মিরেজ ২০০০, ইটেন্ডার্ড-||
যুক্তরাজ্য টর্নেডো, জেভলিন, গ্রেব, টাইফুন, হেরন, ডেমন্ড, হান্টার, হারিকেন, হর্ন, বিল, জেমকুক, গ্লাডিয়েটর, ক্যামেরন
মিসাইল
দেশ মিসাইলের নাম
যুক্তরাষ্ট্র ট্রাইডেন্ট: ক্রুজ মিসাইল
টমাহক: সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল।
পেট্রিয়ট: আক্রমণকারী ক্ষেপনাস্ত্র ধ্বংস করার জন্য
ভারত পৃথ্বি, অগ্নি, সাগরিকা, সূর্য, ধনুশ, আকাশ, ত্রিশুল, নাগ, ব্রহ্ম
পাকিস্তান হাতাফ, ঘোরি, বাবর, শাহিন, গজনভি
উত্তর কোরিয়া তাইপেডং, কে এন-০৬
ইরান কাহাব, সাজ্জিল, জিলজাল, ফাতেহ, টোন্ডার, তুফান, ফজর, কাওসার, নসর
তুরস্ক SOM-B2
ইসরাইল জেরিকো, বরাক
বিবিধ
যুদ্ধাস্ত্রের নাম বর্ণনা
U-Boats জার্মান নৌবাহিনী প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করেছিল।
নাপাম বোমা এক ধরনের রাসায়নিক বোমা
Spy in the Sky প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহ
ড্রোন মার্কিন চালকবিহীন বোমারু বিমান। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে জঙ্গিদের উপর এ বিমান দিয়ে হামলা চালিয়ে থাকে।
হাইড্রোজেন বোমা • অপর নাম থার্মো নিউক্লিয়ার বোমা
• হাইড্রোজেন বোমা রয়েছে: যুক্তরাষ্ট্র (১৯৫২), যুক্তরাজ্য, রাশিয়, ফ্রান্স, চীন ও উত্তর কোরিয়া।
• সর্বশেষ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া (৩ সেপ্টেম্বর ২০১৭)
• এই বোমার জনক - এডওয়ার্ড টেলার (ইউএসএ)
নতুন কিছু যুদ্ধ অস্ত্র ও সামরিক প্রযুক্তি
দেশ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্র THAAD : যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (Terminal high altitude area defence)| দক্ষিণ কোরিয়াতে ইউএসএ সম্প্রতি স্থাপন করেছে।
Trident II (D5) : পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র।
CHAMP (EMP প্রযুক্তি ব্যবহারে নির্মিত ক্ষেপণাস্ত্র) • আব্রামস ট্যাঙ্ক
সামরিক স্যাটেলাইট: মহাশূন্যে প্রথম মার্কিন সামরিক স্যাটেলাইট।
MH 60 Romeo Seahawk হেলিকপ্টার (সামরিক দুনিয়ায় সবাই ডাকে 'সি-হক রোমিও' নামে)
রাশিয়া শয়তান ২ (Rs 28) : পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র।
S-400 triumph
কিনজ্যাল (হাইপারসনিক ক্ষেপণাস্ত্র)
Avangard, Kinzhal
পোসেইডন (পারমাণবিক অস্ত্রবাহী ড্রোন)
ফ্রান্স সাফরেন (নতুন প্রজন্মের পরমাণু সাবমেরিন)
চীন • DF 26 ('গুয়াম কিলার' দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র)
• ডংফেং ৪১ (ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র)
• Starry Sky 2/ Xingkong-2 (হাইপারসনিক ক্ষেপণাস্ত্র)
• Marine Lizard (বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ)
• Type 001A (প্রথম বিমানবাহী রণতরী)
ভারত অগ্নি ৪, ব্রহ্মোস (BrahMos): দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
উত্তর কোরিয়া Hwasong-15 (আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র)
ইরান Fateh-313 এবং Qiam (ক্ষেপণাস্ত্র)
জাপান PAC 3 (ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা)

বিশ্বের দীর্ঘ পারমাণবিক সাবমেরিন: পরমাণু অস্ত্র বহনে সক্ষম Belgorod সাবমেরিন (রাশিয়া)

সশস্ত্র বাহিনী

  • বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ : গণচীন
  • দেশের সেনাবাহিনী নেই : ডোমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, লিচেস্টেন, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, নাউরু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড দ্যা গ্রানডাইস, সামোয়া, সলোমান দ্বীপপুঞ্জ, টুভ্যালু এবং ভ্যাটিক্যান সিটি।
  • দেশের স্থায়ী সেনাবাহিনী নেই কিন্তু সীমিত আকারে সেনাবাহিনী আছে : আইসল্যান্ড, মোনাকো, পানামা, হাইতি, কোস্টারিকা এবং মরিশাস।
  • বর্তমানে মালদ্বীপের মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামে সশস্ত্র বাহিনী রয়েছে (২০০৬ সাল থেকে)। ১৯৩৩ সালে মালদ্বীপে Police force গঠন করা হয়।

পারমাণবিক দুর্ঘটনা

  • থ্রিমাইল আইল্যান্ড বিপর্যয় : ১৯৭৯ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসিলভিয়ার থ্রিমাইল দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
  • চেরনোবিল বিপর্যয় : ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিলে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে।
  • কুরস্ক সাবমেরিন দুর্ঘটনা : ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্ট সাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কুরস্ক নিমজ্জিত হয়।
  • ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় : ১১ মার্চ, ২০১১ জাপানে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প এবং সুনামির সংঘটিত হয় এবং ১২ মার্চ, ২০১১ জাপানের ফুকুশিমা পারমাণবিক প্রকল্পের দাইচি-১ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে।
নবীনতর পূর্বতন