দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এটি উত্তরে পানামা স্থলযোট দ্বারা উত্তর আমেরিকা থেকে আলাদা এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। দক্ষিণ আমেরিকা মহাদেশ বিভিন্ন ধরণের জলবায়ু এবং ভূখণ্ডের আবাসস্থল। বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত । অ্যামাজন রেইনফরেস্ট মহাদেশের উত্তর-মধ্য অংশে অবস্থিত যা বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি দেশ রয়েছে: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ, যেটি মহাদেশের প্রায় অর্ধেক অঞ্চল ঘিরে রয়েছে। মহাদেশের জনসংখ্যা ৪২২.৫ মিলিয়ন।
দক্ষিণ আমেরিকার দেশসমূহ
দেশ | রাজধানী |
---|---|
ব্রাজিল | ব্রাসিলিয়া |
গায়ানা | জর্জ টাউন |
বলিভিয়া | লাপাজ , বিচারবিভাগীয়-সুক্রে |
কলম্বিয়া | বোগোতা |
সুরিনাম | প্যারামারিবো |
আর্জেন্টিনা | বুয়েন্স আয়ার্স |
পেরু | লিমা |
উরুগুয়ে | মন্টিভিডিও |
চিলি | সান্টিয়াগো , বিচারবিভাগীয়- ভলপারাইসো |
ইকুয়েডর | কিটো |
প্যারাগুয়ে | আসুনসিওন |
ভেনিজুয়েলা | কারাকাস |
ব্রাজিল
- আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ
- দক্ষিণ আমেরিকার একমাত্র ব্রাজিলের ভাষা পর্তুগিজ।
- ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রউসেফ।
সুরিনাম
- সুরিনাম' বা 'সুরিনাম প্রজাতন্ত্র' আটলান্টিক মহাসগরের তীরে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি রাষ্ট্র। এই দেশটি ১৯৭৫ সালের আগ পর্যন্ত নেদারল্যান্ডের একটি উপনিবেশ ছিল এবং তখন এর নাম ছিল 'ওলন্দাজ গায়ানা' বা 'ডাচ গায়ানা'। সুরিনামের আয়তন ১,৬৩,২৬৫ বর্গকিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকার একটি ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। সুরিনামের একমাত্র নগর এলাকা ও রাজধানীর নাম পারামারিবো। দক্ষিণ আমেরিকার একমাত্র সুরিনাম দেশটি ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য দেশ।
আর্জেন্টিনা
- লাতিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম আর্জেন্টিনায়।
- বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইসাবেলা ডি পেরন [আর্জেন্টিনা]।
বলিভিয়া
- ২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ইভো মোরালেস বলিভিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর সদস্য ছিলেন। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদ হতে পদত্যাগ করেন।
ভেনিজুয়েলা
- ২০১৮ সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।
- আমাজন বন: দক্ষিণ আমেরিকার ৮টি দেশের [ব্রাজিল (৬০%), পেরু (১৩%), কলম্বিয়া (১০%), বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, সুরিনাম এবং গায়ানা] এবং ফ্রেঞ্চ গায়ানার প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটারজুড়ে গড়ে উঠেছে আমাজন বন, যা আয়তনে যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় অর্ধেক। পৃথিবীর ২০% অক্সিজেনের যোগান দেয় এ অরণ্য। একে 'পৃথিবীর ফুসফুস' নামে ডাকা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এক ভয়াবহ দাবানলে পুড়ে যায় আমাজনের বিরাট একটা অংশ। ২২ আগস্ট ২০১৯ সাড়ে ৯ হাজারের বেশি জায়গায় আগুনের শিখা দেখার কথা জানায় [ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ], ব্রাজিল।