ওশেনিয়া মহাদেশ | Oceania Continent

ওশেনিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরের বিস্তৃত জলরাশির মধ্যে অবস্থিত দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত। অস্ট্রেলিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া এবং মাইক্রোনেশিয়া - এই চারটি প্রধান অঞ্চল মিলে ওশেনিয়া তৈরি করে। ৮,৫২৫,৯৮৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মহাদেশে মোট ১৪ টি স্বাধীন রাষ্ট্র এবং ৬ টি অধীনস্থ অঞ্চল রয়েছে। অস্ট্রেলিয়া বাদ দিলে, ওশেনিয়ার অধিকাংশ অংশই আগ্নেয়গিরি ও প্রবাল প্রাচীর দ্বারা গঠিত দ্বীপ দ্বারা পরিবেষ্টিত। ওশেনিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ নামে ও পরিচিত, যা পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দেশসমূহ
দেশ রাজধানী
অস্ট্রেলিয়া ক্যানবেরা
নিউজিল্যান্ড ওয়েলিংটন

অস্ট্রেলিয়া

  • 'অস্ট্রেলিয়া' একটি ল্যাটিন শব্দ- যার অর্থ দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ।
  • সিডনি [Sydney]: জনসংখ্যা ও আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম নগরী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনি'কে দক্ষিণের রানি বলা হয়।
  • মেলবোর্ন: অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
  • এডিলেড: দক্ষিণ অস্ট্রেলিয়া প্রদেশের রাজধানী ।
  • Ayers Rock অবস্থিত অস্ট্রেলিয়ায়।
  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়র রিফ যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
  • অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু।
  • এদেশে ভোট দেয়া বাধ্যতামূলক।
  • জানুয়ারি অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস এবং জুলাই অস্ট্রেলিয়ার শীতলতম মাস।

নিউজিল্যান্ড

  • বিশ্বের সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করে ১৮৯৩ সালে।
  • নিউজিল্যান্ডের অধিবাসীদের 'কিউ' বলা হয় আর আদিবাসীদের বলা হয় 'মাউরি'।
  • সম্প্রতি [১৫.০৩.২০১৯] নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা করে - ব্রেন্টন টারান্ট [অস্ট্রেলিয়ার নাগরিক]
  • নিউজিল্যান্ডের বিখ্যাত আদিবাসী গোষ্ঠী- মাউরি ।
  • দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়- নিউজিল্যান্ডকে।
  • বিশ্বের যে দেশে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে- নিউজিল্যান্ড, ১৮৯৩ সালে ।

পলিনেশিয়া

পলি অর্থ- অনেক এবং নেশিয়া অর্থ দ্বীপ অর্থাৎ মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ত্রিকোণাকার অঞ্চলে অবস্থিত অনেকগুলো দ্বীপের সমন্বয়ে পলিনেশিয়া গঠিত। এদের মধ্যে তিনটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, বাকীগুলো বিভিন্ন দেশের অধীনে শাসিত। স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে টোঙ্গা, সামোয়া এবং টুভ্যালু।

পলিনেশিয়ার স্বাধীন রাষ্ট্র ও অধীনস্থ অঞ্চলসমূহ
দেশ রাজধানী
টোঙ্গা নুকুয়ালোফা
সামোয়া আপিয়া
টুভ্যালু ফুনাফুটি
অধীনস্থ অঞ্চল যে দেশের অধীনস্থ
কুক দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ড
ইস্টার দ্বীপপুঞ্জ চিলি
নিও নিউজিল্যান্ড
হাওয়াই যুক্তরাষ্ট্র

☞ পলিনেশিয়ার দেশসমূহ মনে রাখার কৌশল : টোনা-টুনি ইসহাক স্যারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। এখানে-

  • টোনা = টোঙ্গা
  • টুনি = টুভ্যালু
  • ইসহাক = ইস্টার দ্বীপপুঞ্জ
  • স্যারের = সামোয়া
  • কুকুর = কুক দ্বীপপুঞ্জ
  • নিয়ে = নিও
  • হাওয়ায় = হাওয়াই

মেলানেশিয়া

মেলানেশিয়া প্রশান্ত মহাসাগরের পশ্চিম-মধ্য অংশে অবস্থিত দ্বীপপুঞ্জের একটি বিশাল ভৌগোলিক এবং সাংস্কৃতিক অঞ্চল। 'মেলানেশিয়া' [ মেলা = কৃষ্ণ এবং নেশিয়া = দ্বীপ ] অর্থ কৃষ্ণদ্বীপ। অস্ট্রেলিয়ার উত্তর এবং উত্তরপূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অবস্থিত দ্বীপগুলোকে মেলানেশিয়া বলে। সিংহভাগই দক্ষিণ গোলার্ধে অবস্থিত, কেবল পশ্চিম নিউ গিনির উত্তর পশ্চিমভাগের কয়েকটি দ্বীপ উত্তর গোলার্ধে পড়েছে । এদের মধ্যে চারটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, বাকীগুলো বিভিন্ন দেশের অধীনে শাসিত। স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ , ভানুয়াতু এবং পাপুয়া নিউগিনি ।

মেলানেশিয়ার স্বাধীন রাষ্ট্র ও অধীনস্থ অঞ্চলসমূহ
দেশ রাজধানী
ফিজি সুভা
সলোমন দ্বীপপুঞ্জ হনিয়ারা
ভানুয়াতু পোর্টভিলা
পাপুয়া নিউগিনি পোর্ট মোর্সবি
অধীনস্থ অঞ্চল যে দেশের অধীনস্থ
বিসমার্ক পাপুয়া নিউগিনি
নিউক্যালডোনিয়া ফ্রান্স

☞ মেলানেশিয়ার দেশসমূহ মনে রাখার কৌশল : বিশ্ব পপুলার সালমান-খানের নিউকালেকশন ফিরোজা ভানু। এখানে-

  • বিশ্ব = বিসমার্ক
  • পপুলার = পাপুয়া নিউগিনি
  • সালমান খান = সলোমন দ্বীপপুঞ্জ
  • নিউকালেকশন = নিউক্যালডোনিয়া
  • ফিরোজা = ফিজি
  • ভানু = ভানুয়াতু

মাইক্রোনেশিয়া

মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের পশ্চিম-মধ্য অঞ্চলে অবস্থিত ছোট দ্বীপপুঞ্জের একটি বিশাল ভৌগোলিক এবং সাংস্কৃতিক অঞ্চল। 'মাইক্রোনেশিয়া' [ মাইক্রো = ক্ষুদ্র এবং নেশিয়া = দ্বীপ ] অর্থ ক্ষুদ্রদ্বীপ। অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাজার দ্বীপের সমষ্টি মাইক্রোনেশিয়া । এর মধ্যে পাঁচটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, বাকীগুলো বিভিন্ন দেশের অধীনে শাসিত। স্বাধীন রাষ্ট্রগুলো হচ্ছে ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া , কিরিবাতি , মার্শাল দ্বীপপুঞ্জ , পালাউ এবং নাউরু ।

মাইক্রোনেশিয়ার স্বাধীন রাষ্ট্র ও অধীনস্থ অঞ্চলসমূহ
দেশ রাজধানী
ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া পালকির
কিরিবাতি দ. তাবাওয়া
মার্শাল দ্বীপপুঞ্জ মাজুরু
পালাউ মেলিকিওক
নাউরু ইয়ারেন
অধীনস্থ অঞ্চল যে দেশের অধীনস্থ
গুয়াম যুক্তরাষ্ট্র
ওয়াক দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র

☞ মাইক্রোনেশিয়ার দেশসমূহ মনে রাখার কৌশল : নাউরুর ফিল্ড মার্শাল কিবরিয়া ওয়ার [War] থেকে পালাতে গিয়ে মারা গেল। এখানে-

  • নাউরুর = নাউরু
  • ফিল্ড = ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া
  • মার্শাল = মার্শাল দ্বীপপুঞ্জ
  • কিবরিয়া = কিরিবাতি
  • ওয়ার = ওয়াক দ্বীপপুঞ্জ
  • পালাতে = পালাউ
  • গিয়ে = গুয়াম
  • মারা = উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ

নাউরু : পৃথিবীর একমাত্র দেশ এটিই, যার কোনো সরকারি রাজধানী নেই। দেশটির নিজস্ব কোনো সামরিক বাহিনীও নেই। নাউরুর প্রতিরক্ষার জন্য অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল।

নবীনতর পূর্বতন