বাংলাদেশ লোকশিল্প জাদুঘর : বাংলাদেশের লোক শিল্পের অতীত কীর্তিসমূহ সংরক্ষণের জন্য সোনারগাঁওয়ে লোক শিল্প যাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালে ৬ অক্টোবর সোনার গাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-এর নাম পরিবর্তন করে 'শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর' নামকরণ করা হয়েছে।
জাদুঘরের নাম | অবস্থান |
---|---|
বরেন্দ্র গবেষণা জাদুঘর | রাজশাহী |
জাতীয় জাদুঘর | শাহবাগ, ঢাকা |
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর | আগারগাঁও, ঢাকা |
ভাষা আন্দোলন জাদুঘর | বর্ধমান হাউস, বাংলা একাডেমি, ঢাকা |
মুক্তিযুদ্ধ জাদুঘর (প্রতিষ্ঠাকাল: ২২ মার্চ ১৯৯৬ সাল) | ঢাকা সেগুনবাগিচা, বর্তমানে এটি আগারগাঁ তে |
মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয়কেতন' | ঢাকা সেনানিবাস |
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাদুঘর | ঢাকা |
শহীদ স্মৃতি সংগ্রহশালা | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
ভাষা আন্দোলন জাদুঘর | ধানমণ্ডি, ঢাকা |
লোক ঐতিহ্য সংগ্রহশালা | বাংলা একাডেমি, ঢাকা |
বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর | সোনারগাঁও, নারায়ণগঞ্জ |
বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর | ঢাকা সেনানিবাস |
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর | বিজয় সরণী, ঢাকা |
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর | ঢাকার ধানমণ্ডির ৩২ নং সড়কে |
জিয়া স্মৃতি জাদুঘর | চট্টগ্রামের সাবেক সার্কিট হাউজে |
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা | ময়মনসিংহ [ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ] |
ওসমানী জাদুঘর | সিলেট |
গান্ধী স্মৃতি জাদুঘর | সোনাইমুড়ী, নোয়াখালী |
লালন জাদুঘর | দেউরিয়া, কুষ্টিয়া |
কুঠিবাড়ি রবীন্দ্র স্মৃতি জাদুঘর | শিলাইদহ, কুষ্টিয়া |
কাচারিবাড়ি স্মৃতি জাদুঘর | শাহজাদপুর, সিরাজগঞ্জ |
শেরে বাংলা জাদুঘর | চাখার, বরিশাল |
জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর | আগ্রাবাদ, চট্টগ্রাম |
রকস মিউজিয়াম | পঞ্চগড় |
পোস্টাল জাদুঘর | ঢাকা জি.পি.ও |
সামরিক জাদুঘর | বিজয় সরণি, তেজগাও, ঢাকা |
বাংলাদেশ রাইফেলস জাদুঘর | ঢাকার পিলখানায় |
ঢাকা মহানগর জাদুঘর | আহসান মঞ্জিল, ইসলামপুর, ঢাকা |
ঢাকা নগর জাদুঘর | ঢাকার নগরভবনে (১৯৯৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়) |
টাকা জাদুঘর | মিরপুর, ঢাকা |
বিজয় কেতন | ঢাকা সেনানিবাসে |
⮚ বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
- অবস্থান: শাহবাগ, ঢাকা।
- স্থপতি: মোস্তফা কামাল
- পৃষ্ঠপোষকতা: গভর্নর লর্ড কারমাইকেল
- প্রতিষ্ঠা: 'ঢাকা জাদুঘর' প্রতিষ্ঠিত হয় ২০ মার্চ ১৯১৩।
- উদ্বোধন: ৭ আগস্ট ১৯১৩
- নামকরণ: 'জাতীয় জাদুঘর' নামকরণ করা হয় ২০ সেপ্টেম্বর ১৯৮৩
- প্রথম কিউরেটর: ছিলেন নলনীকান্ত ভট্টশালী।
রাষ্ট্রীয় তোশাখানা জাদুঘর
- উদ্বোধন: ১৫ ই নভেম্বর ২০১৮ সালে
- অবস্থান: ঢাকার বিজয় সরণিতে
- নির্মাণ ব্যয়ঃ ৮০ কোটি টাকা
- নির্মাতা: বাংলাদেশ সেনাবাহিনী
- উদ্দেশ্য: রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী , মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিত্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া সকল রাষ্ট্রীয় উপহার সামগ্রী গুরুত্বপূর্ণ দেশি ও বিদেশি সম্মাননা এখানে সংরক্ষণ করা হবে। এই জাদুঘরে রাষ্ট্রীয় উপহারগুলো সর্বসাধারণের দেখার সুযোগ থাকবে।
মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘর বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। পূর্বে এটি ঢাকার সেগুনবাগিচায় ছিল (স্থাপিত-২২মার্চ, ১৯৯৬)। ঢাকার আগারগাঁওয়ে শেরে বাংলা নগর, এ জাদুঘরের যাত্রা শুরু হয় ১৬ এপ্রিল ২০১৭। সেখানে চারটি গ্যালারিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা ৬টি।
বরেন্দ্র গবেষণা জাদুঘর
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের দ্বিতীয় বৃহত্তম তথা উত্তরবঙ্গের সর্ববৃহৎ জাদুঘর। রাজশাহী শহরে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। ১৯১০ সালের ১০ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটির রক্ষণাবেক্ষণ করে। ১৯১৬ সালে এর উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন বাংলার গভর্ণর লর্ড কারমাইকেল। এ জাদুঘর বাংলাদেশের গৌরবময় অতীত ইতিহাসের নিদর্শনসমূহ সংরক্ষণ ও গবেষণার ব্যাপারে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ জাদুঘরে রয়েছে সিন্ধু সভ্যতা, মহাস্থান, নালন্দা ও পাহাড়পুরের বহু নিদর্শন। বাংলাদেশের প্রাক ইসলামী যুগের শিলালিপি, মুদ্রা, তাম্রলিপি, দলিল, ফরমান ও ভাস্কর্য। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য পুস্তক ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।