বাংলাদেশের গণমাধ্যম একটি বৈচিত্র্যময় ও ক্রমবর্ধমান ক্ষেত্র। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন পোর্টাল, ও সামাজিক মাধ্যম – সকল মাধ্যমেই দেশটিতে প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত সংবাদপত্র সংখ্যা ৩২১০ টি। তন্মধ্যে ১৩৫৩ টি ঢাকা থেকে ও ১৮৫৭ টি ঢাকার বাইরে থেকে প্রকাশিত ও প্রচারিত হয়। বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা ৪৫টি, এর মধ্যে সম্প্রচার রয়েছে ৩৫টি। তাছাড়া সরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে চারটি যথাঃ বিটিভি জাতীয়, বিটিভি চট্টগ্রাম, বিটিভি ওয়ার্ল্ড, এবং দেশের সংসদীয় টেলিভিশন চ্যানেল সংসদ বাংলাদেশ টেলিভিশন। তথ্য মন্ত্রনালয় এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট ২৮টি এফএম রেডিও স্টেশন রয়েছে।
ইন্টারনেটের প্রসারের সাথে সাথে অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগগুলোও দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুক, তথ্য ও মতামত বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। স্বাধীন, নিরপেক্ষ, ও পেশাদারী গণমাধ্যম একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান। এ কারণেই গণমাধ্যম বা মিডিয়াকে একটি জাতির 'ফোর্থ এস্টেট' বলা হয়। মিডিয়া অর্থ প্রচার মাধ্যম।
বাংলাদেশের গণমাধ্যমকে দুই ভাগে ভাগ করা যায় যথাঃ ১. প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ২. ইলেকট্রনিক মিডিয়া (রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি) । জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় ১৯৮০ সালে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় ১৮ আগস্ট, ১৯৭৬ সালে।
বর্তমান সময়ের সংবাদপত্র ও সম্পাদক
সংবাদপত্র | সম্পাদক |
---|---|
দৈনিক ইত্তেফাক | তাসমিমা হোসেন |
দৈনিক প্রথম আলো | মতিউর রহমান |
দৈনিক কালের কণ্ঠ | ইমদাদুল হক মিলন |
দৈনিক যুগান্তর | সাইফুল আলম |
দৈনিক সমকাল | মুস্তাফিজ শফি |
দৈনিক নয়াদিগন্ত | আলমগীর মহিউদ্দিন |
দৈনিক মানবকণ্ঠ | আবু বকর চৌধুরী |
দৈনিক মানবজমিন | মতিউর রহমান চৌধুরী |
দৈনিক ভোরের কাগজ | শ্যামল দত্ত |
দৈনিক বাংলাদেশ প্রতিদিন | নঈম নিজাম |
দৈনিক সংবাদ | খন্দকার মুনীরুজ্জামান |
দৈনিক ইনকিলাব | এ এম. এম বাহাউদ্দীন |
দৈনিক যায় যায় দিন | সাঈদ হোসেন চৌধুরী |
দৈনিক জনতা | আহসান উল্লাহ |
দৈনিক সংগ্রাম | আবুল আসাদ |
The Daily Star | মাহফুজ আনাম |
The Daily Independent | এম শামসুর রহমান |
The Daily New nation | মোস্তফা কামাল মজুমদার |
The Daily New age | নূরুল কবির |
The Daily Observer | ইকবাল সোবহান চৌধুরী |
The Bangladesh Today | জোবায়ের আলম |
The Financial Express | শহীদুজ্জামান খান |
The Sun | এনামুল হক চৌধুরী |
The Dhaka Tribune | জাফর সোবহান |
The News Today | মোসলেম উদ্দিন আহমেদ |
সাপ্তাহিক পূর্ণিমা | এম. বাকীউল্লাহ |
সাপ্তাহিক ২০০০ | মইনুল আহসান সাবের |
বাংলাদেশের সংবাদ সংস্থা
বাংলাদেশের সংবাদ সংস্থা (বাসস) দেশের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা। ১৯৭২ সালের ১ জানুয়ারী স্বাধীনতার পর এটি প্রতিষ্ঠিত হয়। বাসস দেশ-বিদেশের সংবাদ সংগ্রহ ও বিতরণের মাধ্যমে গণমাধ্যমকে তথ্য সরবরাহ করে। দেশের ৬৪ টি জেলায় বাসসের সংবাদদাতা রয়েছে। বাসস বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদ প্রচার করে। বাসস বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সংবাদ সরবরাহ করে।
⮚ বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থাগুলো হল :
- বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
- ইস্টার্ন নিউজ এজেন্সি (ENA)
- ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)
- ইউনাইটেড নিউজ সার্ভিস (UNS)
- প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (PIB)
- ইন্টার সার্ভিস পাবলিক রিলেসান (ISSPR)
- আনন্দ বাংলা সংবাদ বা আবাস (ABAS)
- বাংলাদেশ নিউজ সার্ভিস (BNS)
- বাংলাদেশ নিউজ এজেন্সী (BNA)
- নিউজ নেটওয়ার্ক অব বাংলাদেশ (NNB)
- নিউজ মিডিয়া
- নিউজ গার্ডেন
- নিউজ নেটওয়ার্ক
- প্রেস নেটওয়ার্ক
- বিডি নিউজ
- মিডিয়া সিন্ডিকেট
- ফোকাস বাংলা
- একাত্তর নিউজ সার্ভিস
- বাংলার চোখ
- রিয়েল টাইম নিউজ নেটওয়ার্ক
- বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদসংস্থা : বিডি নিউজ
⮚ সংবাদপত্র বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান :
- জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় : ১৯৫৪ সালে, ঢাকার কাকরাইলে
- বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হয় : ১৯৭৪ সালে, ঢাকার কাকরাইলে
- বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় : ১৯৭৬ সালে, ঢাকার কাকরাইলে
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ টেলিভিশন (BTV) বাংলাদেশের জাতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন সম্প্রচার শুরু হয় এবং ১৯৭১ সালে স্বাধীনতার পর BTV জাতীয় টেলিভিশনে পরিণত হয়। বাংলাদেশের বাইরে ১৪টি দেশে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে। (সূত্র: তথ্যমন্ত্রী, ১১ নভেম্বর ২০১৯ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ) । বাংলাদেশ জাতীয় সম্প্রচার নীতি প্রণীত হয় ৬ আগস্ট ২০১৪ সালে।
⮚ বাংলাদেশ টেলিভিশনের তথ্য কণিকা :
- বিশ্বে প্রথম দূরদর্শনের মাধ্যমে ছবি দেখানো হয় : ১৯২৪ সালে, ইংল্যান্ডে
- বিশ্বে প্রথম রঙিন ছবি দেখানো হয় : ১৯২৮ সালে, ইংল্যান্ডে
- বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র : ২টি। যথা- ঢাকা ও চট্টগ্রাম
- বাংলাদেশে টেলিভিশনের উপকেন্দ্র : ১৪টি
- বাংলাদেশে টেলিভিশনের পুনঃ প্রচারকেন্দ্র : ১ টি। (রাঙামাটিতে অবস্থিত)
- বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় : ২৫ ডিসেম্বর, ১৯৬৪
- বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার : ইমদাদ হোসেন
- বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন ছিল : ঢাকার ডি.আইটি ভবন (বর্তমান রাজউক ভবন)
- ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় :১৯৭৫ সালে
- বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় : ১ ডিসেম্বর, ১৯৮০ সালে
- চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় : ১৯ ডিসেম্বর, ১৯৬৬
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল : এটিএন বাংলা (১৫জুলাই, ১৯৯৭)
- বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : এনটিভি (৩ জুলাই, ২০০৩)
- বাংলাদেশের প্রথম বেসরকারী টেরিসট্রিয়াল চ্যানেল : একুশে টিভি (১০ মে, ২০০০)
- 'বিটিভি ওয়ার্ল্ড' স্যাটেলাইট সম্প্রচার শুরু করে : ১১ এপ্রিল, ২০০৪
- বাংলাদেশে বর্তমানে চালুকৃত স্যাটেলাইট চ্যানেল : এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, একুশে টিভি, এনটিভি, বিটিভি ওয়ার্ল্ড, আরটিভি, বাংলাভিশন, বৈশাখী টেলিভিশন, চ্যানেল নাইন, দেশ টিভি, জিটিভি, এসএটিভি, নাগরিক টিভি।
⮚ বাংলাদেশ টেলিভিশনের যত প্রথম :
- প্রথম শিল্পী : ফেরদৌসী রহমান
- প্রথম নাটক : একতলা দোতলা (১৯৬৫ সালে প্রচারিত হয়)
- প্রথম নাট্য প্রযোজক : মনিরুল আলম
- প্রথম টিভি সিরিয়াল : ত্রিরত্ন (১৯৬৬ সালে প্রচারিত হয়।
- প্রথম প্যাকেজ নাটক : প্রাচীর পেরিয়ে
- প্রথম বাংলা সংবাদ পাঠক : হুমায়ূন চৌধুরী
- প্রথম ইংরেজি সংবাদ পাঠক : আলম রশিদ
- প্রথম অনুষ্ঠান পরিচালক : কলিম শরাফী
- প্রথম গান : 'এই যে আকাশ নীল হল আজ' (রচনা আবু হেনা মোস্তফা কামাল)
বাংলাদেশ বেতার
বাংলাদেশ বেতার (বাংলাদেশ বেতার) দেশের জাতীয় বেতার সম্প্রচার সংস্থা। ১৬ ডিসেম্বর, ১৯৩৯ সালে ঢাকার-নাজিমুদ্দিন রোডের একটি ভাড়া বাড়িতে একটি ৫ কিলোওয়াট ট্রান্সমিটারের মাধ্যমে তৎকালীন 'অল ইন্ডিয়া রেডিও'-এর ঢাকার কেন্দ্র নামে বর্তমান বাংলাদেশ বেতারের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ২৬ মার্চ, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কার্যক্রম শুরু করে । বাংলাদেশ বেতারের পূর্বনাম রেডিও বাংলাদেশ । ১৯৯৬ সালে রেডিও বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ বেতার নামকরণ করা হয় । বাংলাদেশ বেতারের সদর দপ্তর আগারগাঁও, ঢাকা । বর্তমানে বাংলাদেশে বেতারকেন্দ্রের সংখ্যা ১৫টি।
- বাংলাদেশের প্রথম বেসরকারী রেডিও চ্যানেল : রেডিও মেট্রোওয়েভ (বর্তমানে বন্ধ)
- বাংলাদেশের এফ.এম রেডিও : ২৮টি। যেমন: রেডিও টুডে, রেডিও ফুর্তি, এবিসি রেডিও, রেডিও আমার, ঢাকা এফ.এম, পিপলস রেডিও, রেডিও স্বাধীন, সিটি এফ.এম।
- বেতারে প্রচারিত প্রথম নাটক : কাঠ ঠোকরা (বুদ্ধদেব বসু)
- FM Radio এর পূর্ণরূপ : Frequency Modulation Radio
- বাংলাদেশ সংলাপ : বিবিসির প্রচারিত অনুষ্ঠান
- বাংলাদেশ বেতার বহির্বিশ্ব কার্যক্রম থেকে যে ভাষায় অনুষ্ঠান প্রচার করে : বাংলা, ইংরেজী, উর্দু, হিন্দি, আরবি, নেপালি।
- বাংলাদেশের ১ম Community Radio : Radio Padma (যাত্রা শুরু: ৭ অক্টোবর, ২০১১)
- বাংলাদেশের Community Radio : ১৮টি রেডিও সাগরগিরি, রেডিও নালত, রেডিও ঝিনুক, রেডিও মুক্তি, রেডিও বরেন্দ্র, রেডিও পদ্মা, রেডিও মহানন্দা, রেডিও বিক্রমপুর, রেডিও সুন্দরবন, রেডিও নাফ, রেডিও চিলমারি, রেডিও পল্লীকন্ঠ, রেডিও লোকো, রেডিও কোস্ট ট্রাস্ট ইত্যাদি
- কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা ২০১৭ সম্পর্কিত গেজেট অনুসারে এফ। এম রেডিও লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BTRC)।