বাংলাদেশের সাক্ষরতা আন্দোলন
বাংলাদেশের মোট নিরক্ষরমুক্ত জেলা ৭টি। নিরক্ষরমুক্ত ৭টি জেলা হল লালমনিরহাট, চুয়াডাঙ্গা, রাজশাহী, মাগুরা, জয়পুরহাট, গাজীপুর এবং সিরাজগঞ্জ।
- বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম : ঠাকুরগাঁও জেলার সালান্দ ইউনিয়নের কুচবাড়ী কৃষ্টপুর গ্রাম ।
- বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা : মাগুরা
- মাগুড়ার সাক্ষরতা আন্দোলনের নাম : বিকশিত
- বাংলাদেশের সর্বশেষ নিরক্ষরমুক্ত জেলা : সিরাজগঞ্জ
- সিরাজগঞ্জের সাক্ষরতা আন্দোলনের নাম : প্রদীপ্ত
- বাংলাদেশে সরকারিভাবে পূর্ণাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু হয়-১৯৮৭ সালে।
- বাংলাদেশে 'খাদ্যের বিনিময়ে শিক্ষা' কর্মসূচী চালু হয়-১৯৯৩ সালে। এ কর্মসূচীতে প্রতি শিক্ষার্থীর জন্য ১৫ কেজি গম বরাদ্দ ছিল।
রিপোর্টের ধরন | হার |
---|---|
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ (৭বছর+) | ৭৬.৪% (পুরুষ ৭৮.৬% , মহিলা ৭২.৯% ) |
ষষ্ঠ জনশুমারি ও গ্রহগণনা ২০২২ (৭ বছর ও তদূর্ধ্ব) | ৭৪.৬৬% (পুরুষ ৭৬.৫৬% , মহিলা ৭২.৮২% , হিজড়া ৫৩.৬৫% ) |
ব্যানবেইস | ৬৫.৫% |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩ ( ১৫ - ১৫+ বছর ) | ৭৭.৭% (পুরুষ ৭৯ .৫% , মহিলা ৭৫.৮% ) |
ষষ্ঠ জনশুমারি ও গ্রহগণনা ২০২২ অনুযায়ী সর্বোচ্চ স্বাক্ষরতার হার | ঢাকা বিভাগে ৭৮.০৯% |
ষষ্ঠ জনশুমারি ও গ্রহগণনা ২০২২ অনুযায়ী সর্বনিম্ন স্বাক্ষরতার হার | ময়মনসিংহ বিভাগে ৬৭.০৯% |