পৃথিবীর আনুমানিক বয়স | ৪৫৩ কোটি বছর বা ৪৫৩০ মিলিয়ন বছর। |
পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব | ৫.৫ |
পৃথিবীর ব্যাস | বিষুবরেখায় : ১২৭৫৬ কিঃমিঃ (৭৯২৬ মাইল)। উত্তর দক্ষিণে: ১২৭১৫ কিঃমিঃ (৭৯০১ মাইল)। |
পৃথিবীর পরিধি | ২৪৯০২ মাইল বা ৪০০৯২ কিমি। |
পৃথিবীর আকৃতি | অভিগত গোলক (Oblate Spheroid) : অভিগত গোলক অর্থ উত্তর দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত। আহ্নিক গতির জন্য পৃথিবীর আকৃতি এ রূপ হয়েছে । |
পৃথিবীর আয়তন | ৫১,০১,০০,৫০০ বর্গকিলোমিটার |
স্থলভাগের আয়তন | ১৪,৮৯,৫০,৮৬০ বর্গকিলোমিটার (২৯.২%) |
জলভাগের আয়তন | ৩৬,২৮,৫৩ ১৪০ বর্গকিলোমিটার (৭০.৮%) |
পৃথিবীর সর্ব-উত্তরের বিন্দু (মূলভূমি) | কাফেকলুবেন দ্বীপ (গ্রিনল্যান্ডের উত্তরে) |
পৃথিবীর সর্বদক্ষিণের বিন্দু | দক্ষিণ মেরু (South Pole) |
পৃথিবীর উচ্চতম স্থান (প্রাকৃতিক) | মাউন্ট এভারেস্ট, নেপাল |
পৃথিবীর নিম্নতম স্থান (প্রাকৃতিক) | চ্যালেঞ্জার ডিপ (মারিয়ানা ট্রেঞ্চ) |
ভূমিতে পৃথিবীর নিম্নতম স্থান | মৃত সাগর |
বিশ্বে মোট রাষ্ট্রের সংখ্যা | ২৩৩ টি |
বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা | ১৯৫ টি । সর্বশেষ স্বাধীন দেশ- দক্ষিণ সুদান |
পৃথিবী থেকে চন্দ্র ও সূর্যের গড় দূরত্ব যথাক্রমে | ৩,৮৪,৪০০ ও প্রায় ১৫ কোটি কিলোমিটার। |
পৃথিবীর উপর কার আকর্ষন বেশি | চন্দ্রের । সূর্য চন্দ্রের তুলনায় অনেক বড় হলেও নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী পৃথিবীর প্রতি চন্দ্রের টান বেশি হয়। কারণ এ বল দূরত্ব বর্গের ব্যাস্তানুপাতে কমে । |