পৃথিবী | Earth

এক নজরে বিশ্ব
পৃথিবীর আনুমানিক বয়স ৪৫৩ কোটি বছর বা ৪৫৩০ মিলিয়ন বছর।
পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব ৫.৫
পৃথিবীর ব্যাস বিষুবরেখায় : ১২৭৫৬ কিঃমিঃ (৭৯২৬ মাইল)।
উত্তর দক্ষিণে: ১২৭১৫ কিঃমিঃ (৭৯০১ মাইল)।
পৃথিবীর পরিধি ২৪৯০২ মাইল বা ৪০০৯২ কিমি।
পৃথিবীর আকৃতি অভিগত গোলক (Oblate Spheroid) : অভিগত গোলক অর্থ উত্তর দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত। আহ্নিক গতির জন্য পৃথিবীর আকৃতি এ রূপ হয়েছে ।
পৃথিবীর আয়তন ৫১,০১,০০,৫০০ বর্গকিলোমিটার
স্থলভাগের আয়তন ১৪,৮৯,৫০,৮৬০ বর্গকিলোমিটার (২৯.২%)
জলভাগের আয়তন ৩৬,২৮,৫৩ ১৪০ বর্গকিলোমিটার (৭০.৮%)
পৃথিবীর সর্ব-উত্তরের বিন্দু (মূলভূমি) কাফেকলুবেন দ্বীপ (গ্রিনল্যান্ডের উত্তরে)
পৃথিবীর সর্বদক্ষিণের বিন্দু দক্ষিণ মেরু (South Pole)
পৃথিবীর উচ্চতম স্থান (প্রাকৃতিক) মাউন্ট এভারেস্ট, নেপাল
পৃথিবীর নিম্নতম স্থান (প্রাকৃতিক) চ্যালেঞ্জার ডিপ (মারিয়ানা ট্রেঞ্চ)
ভূমিতে পৃথিবীর নিম্নতম স্থান মৃত সাগর
বিশ্বে মোট রাষ্ট্রের সংখ্যা ২৩৩ টি
বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি । সর্বশেষ স্বাধীন দেশ- দক্ষিণ সুদান
পৃথিবী থেকে চন্দ্র ও সূর্যের গড় দূরত্ব যথাক্রমে ৩,৮৪,৪০০ ও প্রায় ১৫ কোটি কিলোমিটার।
পৃথিবীর উপর কার আকর্ষন বেশি চন্দ্রের । সূর্য চন্দ্রের তুলনায় অনেক বড় হলেও নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী পৃথিবীর প্রতি চন্দ্রের টান বেশি হয়। কারণ এ বল দূরত্ব বর্গের ব্যাস্তানুপাতে কমে ।
 পৃথিবী
নবীনতর পূর্বতন