মাইক্রোবায়োলজি | Microbiology

পরজীবী

পরজীবী: যে সকল জীব অন্য জীবের ভিতর বা বাহিরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে। তাদেরকে পরজীবী বলে এবং আশ্রয়দাতা জীবকে পরজীবীর পোষক বলে।

পরজীবীর প্রকারভেদ

পরজীবীর প্রকারভেদ: পরজীবী দুই প্রকার। যথাঃ
[ক] বহি:পরজীবীঃ এরা পোষক দেহের বাহিরে অবস্থান করে। যেমন- উকুন, জোঁক।
[খ] অন্ত:জীবীঃ এরা পোষক দেহের ভিতরে অবস্থান করে। যেমন- ম্যালেরিয়া জীবাণু, ক্রিমি।

ম্যালেরিয়া

ম্যালেরিয়া: 'ম্যালেরিয়া' শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত। ইতালীয় শব্দ Mala = খারাপ বা দূষিত, Aria = বাতাস। অর্থাৎ ম্যালেরিয়া (Malaria) = দূষিত বাতাস। ম্যালেরিয়া জীবাণু হলো এককোষী আণুবীক্ষণিক পরজীবী। সর্বপ্রথম ' ম্যালেরিয়া ' শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী টর্টি (১৭৫৩)। ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝঁকিসম্পন্ন দেশ- মিয়ানমার ।

  • ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন: চার্লস ল্যাভেরন (১৮৮০ সালে)।
  • ম্যালেরিয়া শব্দের অর্থ: দূষিত বাতাস।
  • ম্যালেরিয়া রোগের কারণ: Plasmodium নামক প্রোটোজোয়া।
  • ম্যালেরিয়া জীবাণু: ম্যালেরিয়ার জীবাণু হলো Plasmodidae পরিবারের sporozoa শ্রেণিভুক্ত হেমোসপোর্ডিয়া গ্রুপের একটি ক্ষুদ্র প্রোটোজোয়া (protozoa)। মানবসমাজে ম্যালেরিয়া বিস্তারে এনোফিলিস মশা-ই একমাত্র বাহক। পৃথিবীর বিভিন্ন দেশের এ মশার ৩৫টি প্রজাতি রয়েছে।
  • ম্যালেরিয়া জীবাণুর বাহক: স্ত্রী অ্যানোফিলিস মশা।
  • ম্যালেরিয়া রোগের প্রকোপ বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ পাহাড়ী অঞ্চলে।

কালাজ্বর

  • কালাজ্বরের কারণ: Leishmania donovani নামক প্রোটোজোয়া।
  • কালাজ্বরের বাহক: মাছি। (Sand fly)
  • কালাজ্বর বাংলাদেশের কোন অঞ্চলে হয়: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে।

গোদ বা ফাইলেরিয়া

  • গোদ বা ফাইলেরিয়া রোগের কারণ: W. bancrofti নামক ক্রিমি।
  • ফাইলেরিয়া রোগের বাহক: কিউলেক্স মশা।
  • ফাইলেরিয়া রোগ বাংলাদেশের কোথায় হয়: বৃহত্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলে।
  • জীব থেকে জীবের উৎপত্তি হয়' এ সম্পর্কে কে আলোকপাত করেন? - এরিস্টটল।
  • স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে' কার উক্তি? - মেজর রোনাল্ড রস।
  • স্ত্রী কিউলেক্স মশা কোন রোগে জীবাণু বহন করে? - ফাইলোরিয়া কৃমি ।
  • কোন প্রাণী ফাইলোরিয়াসিস রোগ সৃষ্টি করে? - মশা।
  • গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? - ফাইলেরিয়া মশা।
  • পেচা দিনে দেখে না কিন্তু রাতে দেখে কারণ কী? - পেচার রেটিনাতে রডস সংখ্যা বেশি কিন্তু কোন সংখ্যা কম।
  • রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে। কারণ কুকুরের ও বিড়ালের চোখে থাকে - টেপেটাম নামক রঞ্জক কোষ।
নবীনতর পূর্বতন