বৈজ্ঞানিক যন্ত্রপাতি |
ব্যবহার |
মিটার স্কেল |
দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র |
ভার্নিয়ার স্কেল |
দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত) |
স্ক্রু গজ |
তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র |
স্লাইড ক্যালিপার্স |
বস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্তঃব্যাস ও বহির্বাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায় |
স্প্রিং নিক্তি |
সরাসরি বস্তুর ওজন নির্ণায়ক |
তুলা যন্ত্র |
খুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র |
জাইরোকম্পাস |
জাহাজের দিক নির্ণায়ক |
অডিওমিটার |
শব্দের তীব্রতা নির্ণায়ক |
অডিও ফোন |
কানে দিয়ে শোনার যন্ত্র |
সিসমোগ্রাফ (Seismograph) |
ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র |
রিকটার স্কেল |
ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়। ১৯৩৫ সালে
সি.এফ. রিকটার এটি আবিষ্কার করেন । |
রেইনগেজ |
বৃষ্টি পরিমাপক যন্ত্র |
সেক্সট্যান্ট |
সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র |
ক্রোনোমিটার |
দ্রাঘিমা নির্ণয়/ সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র |
স্প্রিডোমিটার |
দ্রুতি পরিমাপক যন্ত্র |
অ্যক্সিলারোমিটার |
ত্বরণ পরিমাপক যন্ত্র |
ভেলাটোমিটার |
বেগের পরিমাণ নির্ণায়ক |
অ্যানিমোমিটার |
বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র |
ওডোমিটার |
মোটর গাড়ির গতি নির্ণায়ক |
ট্যাকোমিটার |
উড়োজাহাজের গতি নির্ণায়ক |
অ্যালটিমিটার |
উচ্চতা পরিমাপক যন্ত্র |
ফ্যাদোমিটার |
সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র |
ম্যানোমিটার |
গ্যাসের চাপ মাপার যন্ত্র |
ব্যারোমিটার |
বায়ুমণ্ডলের চাপ (Atmospheric pressure) নির্ণায়ক |
এনোমোমিটার |
বায়ুর গতিবেগ মাপক যন্ত্র |
হাইগ্রোমিটার |
বায়ুতে আর্দ্রতা (Humidity) পরিমাপক যন্ত্র |
হাইড্রোমিটার |
তরলের আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) বা ঘনত্ব নির্ণায়ক |
হাইড্রোফোন |
পানির তলায় শব্দ নিরূপন যন্ত্র |
ল্যাক্টোমিটার |
দুধের বিশুদ্ধতা নির্ণায়ক / তরল পদার্থের ঘনত্ব |
ক্যালরিমিটার |
তাপ পরিমাপক যন্ত্র |
থার্মোমিটার |
উষ্ণতা পরিমাপক যন্ত্র |
থার্মোস্ট্যাট |
ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে স্থির তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র |
পাইরোমিটার |
তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক |
রোটামিটার |
তরলের প্রবাহ / flow of fluid নির্ণায়ক |
টেনসিওমিটার |
তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র |
অ্যামিটার |
বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র |
গ্যালভানোমিটার |
ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক |
ওহম মিটার |
পরিবাহীর রোধ নির্ণায়ক |
ভোল্ট মিটার |
বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র |
ইলেক্ট্রফেরাস |
বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র |
ভ্যানডিগ্রাফ |
বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র |
তড়িৎবীক্ষণ যন্ত্র / ইলেক্ট্রোস্কোপ |
কোন বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক |
স্ফিগমোম্যানোমিটার |
মানবেদেহের রক্তচাপ নির্ণায়ক |
স্টেথোস্কোপ |
হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র |
কার্ডিওগ্রাফ |
হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক |
ক্রেস্কোগ্রাফ |
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক |
ইনকিউবেটর |
ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র |
ড্রেজার |
পানির নিচে মাটি কাটার যন্ত্র |
পাওয়ার থ্রেসার |
ধান মাড়াইয়ের মেশিন |
গ্রাডিমিটার |
পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র |
জেনারেটর |
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরকরন যন্ত্র |
পেরিস্কোপ |
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র |