Subject-Verb Agreement | Rules and Examples

English Grammar এ Subject-Verb Agreement একটি গুরুত্বপূর্ণ বিষয় । সুতরাং Subject -এর Number, Person এবং Verb -এর Tense অনুযায়ী Subject ও Verb -এর মধ্যে যে চুক্তি হয় তাকে Subject Verb Agreement বলে। অর্থাৎ প্রতিটি Sentence এ Subject- এর Number, Person ও Tense অনুযায়ী Verb বসে থাকে। নিম্নে Subject Verb Agreement ও Antecedent-Pronoun Agreement -এর কতকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করা হল ।

 Subject-Verb Agreement

Rule-1: কোন Sentence- এর Verb তার Subject এর Number, Person ও Tense অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ কোন বাক্যের Subject টি Singular হলে Verb টি Singular এবং Subject টি Plural হলে Verb টি Plural হয়। এক্ষেত্রে Verb টি সর্বদা subject এর Headword দ্বারা নির্ধারিত হয়। (Subject এর Modifier এর সাপেক্ষে কখনোই এর Verb বসে না।)
Examples:
1. The colour of his eyes is/was blue.
2. The office of the executives is/was nice.

Rule-2 ( A ) : দুই বা দুই এর অধিক Singular Noun বা Pronoun যদি 'And' দ্বারা যুক্ত হয় তবে তাদের পরে সাধারণত Plural Verb এবং Plural Pronoun বসে ।
Examples:
1. Time and tide wait for none.
2. You and I are friends.

Rule-2. (B) : তবে ‘And' দ্বারা যুক্ত Subject গুলো যদি একক সমষ্টিগত ধারণার ইঙ্গিত প্রদান করে অথবা একটি অন্যটির অবিচ্ছেদ্য এবং অতি সম্পৃক্ত হয় তবে এদের Verb এবং Pronoun উভয়ই Singular হবে।
Examples:
1. Slow and steady (wins) the race.
2. Bread and butter (is) my favourite breakfast.

Rule-2. (C): তবে Mathematical Calculation এর বেলায় একই জাতীয় সংখ্যা যদি And দ্বারা যুক্ত হয় তবে তাদের পর Verb টি Singular হবে। আর যদি ভিন্ন ভিন্ন জাতীয় সংখ্যা And দ্বারা যুক্ত হয় তবে তাদের পর Verb টি Plural হবে ।
Examples:
1. Two and two (makes) four.
2. Three and two (make) five.

Rule-3. (A): দুটি Singular Subject যদি ‘And’ দ্বারা যুক্ত হয় এবং এগুলোর পূর্বে Each, Every, No ইত্যাদি থাকলে এদের পরে Verb ও Pronoun সর্বদা Singular হয়।
Examples:
1. Each boy and each girl (has) got a prize.
2. No boy and no train (is/was) seen.
Note : কিন্তু No / None -এর পরে Plural Noun থাকলে Verb টিও Plural হয়ে থাকে।
Examples:
1. No birds (are ) there.
2. No girls ( are ) qualified for the jobs.

Rule-3. (B): More than one thing, No one, None ইত্যাদি Subject হয় তবে এদের পরের Verb টি সব সময় Singular হবে ।
Examples:
1. More than one thing ( is ) never eaten in luncheon.
2. No one ( is ) free from error.

Rule 4 : কোন বাক্যে As well as, With, Together with, Along with, Followed by, Including, In addition to, Accompanied by, No less than gf Words, Group of Words দ্বারা দুটি Subject যুক্ত থাকলে সে ক্ষেত্রে প্রথম Subject অনুযায়ী Verb ব্যবহৃত হয়। অর্থাৎ ১ম Subject-টি Singular হলে Verb টি Singular এবং Subject টি Plural হলে Verb টি Plural হবে।
Examples:
1. The father with his three sons (has) left the place.
2. The chairmman as well as other the members ( was ) present in the last meeting.

Rule-5: 'And' এর পর No/Not + Noun/Pronoun থাকলে Verb টি সাধারণত ‘And’ এর পূর্ববর্তী Subject অনুযায়ী বসবে।
Example:
1. Jamal and not his sons ( has ) helped me.

Rule-6 : এক জাতীয় সবাই কে বুঝাতে (সার্বজনীন / সাধারণীকরণ করতে) Adjective -এর পূর্বে The বসালে Verb টি Plural হয়। কিন্তু একই অর্থে Noun -এর পূর্বে ‘The ' বসালে Verb টি Singular হয়।
Examples:
1. The brave (deserve) the fair.
2. The ant ( is ) a very intelligent insect.

Rule-7: দুই বা ততোধিক Noun বা Pronoun যদি Not only ...... but also, Either ... or, Neither ... nor, Or, Nor ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তবে পরে যে Noun / Pronoun থাকে তার সাপেক্ষ Verb ব্যবহৃত হবে।
Examples:
1. Neither Rini nor her sisters ( are/were ) qualified for the jobs.
2. You or I ( was ) present that day.

Rule-8. (A) : কোন Sentence-এ বিভিন্ন Person -এর Noun বা Pronoun একত্রে লেখার সময়ে প্রথমে 2nd Person, তারপর 3rd Person এবং শেষে 1st Person বসে। (সংক্ষেপে 231.)
Example:
Inc : I, you and Alam are present.
Corr: You, Alam and I are present.

Rule-8. (B) : কিন্তু দোষ স্বীকার করলে বা বুঝালে প্রথমে 1st Person, তারপর 2nd Person এবং সর্বশেষে 3rd person বসে। (সংক্ষেপে 123 )
Example:
Inc: You, Alam and you are guilty.
Corr: I, you and Alam are guilty.

Rule-9 : কোন বাক্যে Subject যদি One of, Each of, Every of, Either of, Neither of, One third of হয় , তবে এগুলোর পরে Plural Noun / Pronoun বসে কিন্তু এদের পর Verb-টি সব সময় Singular হয়।
Example:
1. Neither of the girls ( has ) done this.
2. Each of the students ( is ) allowed to participate the game.

Rule-10: Anybody, Anyone, Anything, Everybody, Everyone, Everything, Nothing, Somebody, Someone, Something ইত্যাদি Indefinite Pronoun গুলো Subject হিসেবে ব্যবহৃত হলে এদের পর Verb সর্বদা Singular হয়।
Examples:
1. Someone (has) stolen my watch.
2. Everybody (has) done well in the examination.

Rule-11: Uncountable Noun সর্বদা Singular হয় তাই এর পর Singular Verb বসে । Uncountable Noun - এর এককগুলি Plural হলেও এদের Verb টি সর্বদা Singular হবে । (একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স ইত্যাদি এর পর Singular Verb বসে।)
একটি Table -এর মাধ্যমে বিষয়টি দেখানো হল:

Uncountable Noun Unit ( একক ) Plural Verb
Time 10 minutes Singular
Money 20 dollars Singular
Weight 20 kgs Singular
Length 100 metres Singular
Distance 50 miles Singular

Examples:
1. Twenty dollars a week (does not go) far.
2. Ten miles ( is ) a long distance.

Rule-12: কিন্তু Fraction এবং Percentages এর পরে Uncountable Noun থাকলে এদের পর Verb সবসময় Sigular হবে । Plural Countable Noun থাকলে এদের পর Plural Verb হবে। Countable Plural Noun -এর ক্ষেত্রে ভগ্নাংশের লব যদি ১ হয় তাহলে Singular Verb হয়। এবং লব যদি ২ বা তার অধিক হয় তবে Verb টি Plural হবে।
Examples:
1. Three-fourths of the work ( has ) been finished.
2. One-third of the books ( is/was ) sold.
3. Two-thirds of the students ( have ) done the work.
4. One-third of milk ( is/was ) sold.

Rule-13: বই, গল্প, নাটক, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, সংগীত প্রতিযোগিতা, সংবাদপত্র, ম্যাগাজিন, দেশ, সংস্থা ইত্যাদি Noun গুলো Plural রূপে থাকলেও এদের পরের Verb সব সময় Singular হয় ।
Examples:
1. The Arabian Nights ( is ) a favourite drama.

Rule-14 : A number of দিয়ে বাক্যটি শুরু হলে Verb-টি Plural হয় কিন্তু The number of দিয়ে বাক্যটি শুরু হলে Verb-টি Singular হয়।
Examples:
1. The number of people ( is/was ) very high.
2. A number of boys ( are/were ) playing in the field.

Rule-15: Many a/an এর পর যে Noun বসে তা Sigular হয় এবং যে Verb বসে তাও Sigular হয় ।
Examples:
1. Many a man ( is/was ) present in the meeting.
2. Many an ant ( is/was ) rushing to the near-by holes.

Rule-16 : Party, Team, Family, Club, Class, Jury, Committee, Council, Congress, Parliament Noun গুলো Collective Noun Collective Noun একমত পোষণ করলে Verb এবং Pronoun উভয়ই Singular হয় এবং এরা ভিন্ন মত পোষণ করলে Verb এবং Pronoun উভয়ই Plural হয়।
Examples:
1. The family ( are ) divided into three groups.
2. The jury ( is ) giving its verdict today.
3. The family ( does ) its best to make a living.
4. The jury ( are ) divided in their opinions.

Rule-17: Introductory 'Here' কিংবা 'There' দিয়ে বাক্য শুরু হলে তার পরবর্তী Verb টি Singular নাকি Plural হবে তা নির্ভর করবে Verb এর পর ব্যবহৃত Subject -এর Number এর উপর । ঐ Subject যদি Singular Number হয় তাহলে Verb-ও হবে Singular এবং ঐ Subject যদি Plural Number হয় তাহলে Verb ও Plural হবে।
Examples:
1. There ( are ) a book and a pen on the table.
2. There ( is ) a pond in this village.

Rule-18 : Relative Pronoun এর পূর্বে যে Noun/Pronoun থাকে তাকে Antecedent বা পূর্বপদ বলে। Relative Pronoun -এর পরের Verb টি তার ঠিক পূর্বের Antecedent অর্থাৎ Noun / Pronoun -এর সাপেক্ষে বসবে।
Examples:
1. It is you who ( are ) to blame.
2. He is one of those who (does) not smoke.

Rule-19 : কোন বাক্যে Anybody, Anyone, Everybody, Everyone, Nobody, Noone, Somebody, Someone, Each, Either, Neither, A person ইত্যাদি Pronoun গুলো Subject হিসেবে ব্যবহৃত হলে তাদের পরে Pronoun সবসময় Singular হবে।
Examples:
1. Everybody should respect his/her teachers.
2. Neither of the two girls has done her works.

Rule-20 : One যদি বাক্যের Subject হিসেবে থাকে তাহলে এর পরবর্তী Pronoun টি One's হবে।
Example:
1. One should do one's duty.

Rule-21: Mathematics, News, Expectations, Diabetes, Wages, Furniture, Hair, Advice, Brick, Politics, Luggage, Scenery, Machinery, Poetry, Civics, Billiards, Statistics, Gallows Noun দেখতে Plural হলেও এরা আসলে Singular. তাই এদের পর Singular Verb বসে ।
Examples:
1. The wages of sin ( is ) death .
2. The scenery of Cox's Bazar ( is ) very charming.

Rule-22 : প্রশ্নবোধক Who এবং Impersonal It যদি Subject হিসেবে থাকে তাহলে এদের Verb টি সবসময় Singular হবে।
Examples:
1. Who (does) not know my name?
2. It ( is ) a matter of great sorrow that you fail in the examination.

Rule-23: Infinitive Phrase, Gerund বা Verbal Noun এবং Noun Clause -এর পর Verb সবসময় Singular হিসাবে ব্যবহৃত হবে ।
Examples:
1. To tell lies ( is ) a great sin.
2. What his name is important.

Rule-24 : And দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুইজন ব্যক্তি গ্রহণ করলে দুটি পদের পূর্বেই The বসে এবং তখন পরের Verb টি সাধারনত Plural হয়। কিন্তু And দ্বারা যুক্ত দুটি পদ একই ব্যক্তি গ্রহণ করলে শুধু ১ম পদের পূর্বে The বসে এবং তখন পরের Verb টি Singular হয়।
Examples:
1. The Headmaster and the Secretary (have) decided the matter.
2. The Magistrate and Judge ( was) present in the last law and order meeting.

Rule-25 : All সাধারন Sentence এ Plural এবং তাই এর পর Plural Verb বসবে। কিন্তু All প্রবাদ বাক্যে সবসময় Singular. তাই এর পর Singular Verb বসবে।
Examples:
1. All that (glitters) ( is ) not gold.
2. All ( is ) well that (ends) well.

Rule-26: Cattle, Aristocracy, Poultry, People, Peasantry,Gentry ইত্যাদি Noun গুলো সাধারনত Plural. তাই এদের পরের Verb টিও Plural হবে।
Example:
1. Cattle ( are ) grazing in the field.

Rule-27: A number of, The number of, A many, Many a এগুলো Subject হিসেবে ব্যবহার হলে নিন্মের নিয়মে Verb হবে।
(i) A number of /A many + Noun (plural) = Verb (plural)
(ii) The number of /Many a + Noun (plural) = verb (singular)
Examples:
1. A number of/A many students ( are/were ) eating their meal.
2.The number of / Many a students ( is/was ) eating his meal.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Subject verb agreement mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫০)

১. Choose the correct words to complete the sentence: ............ in the field is feeling sick. [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) One of the players

ব্যাখ্যা: বাক্যে One of any of, each of, either of ইত্যাদি Subject হিসেবে থাকলে সংশ্লিষ্ট Verb টি Singular হবে। এক্ষেত্রে বাক্যের গঠন হবেঃ One of/any of + plural noun + singular verb + অবশিষ্ট অংশ। বাক্যের অর্থঃ মাঠের খেলোয়ারদের একজন অসুস্থ বোধ করছে।

২. Choose the correct sentence. [ NSI-এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০১৭/ পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬/ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (খ) One of my friends is a lawyer

ব্যাখ্যা: One of এর পরে Subject plural হয় এবং verb singular হয়। বাক্যটির অর্থ: আমার বন্ধুদের ভিতর একজন হলেন আইনজীবী।

৩. Choose the correct sentence. [ সাধারণ বীমা কর্পোরেশন (SBM) জুনিয়র অফিসার-২০১৬ ]

উত্তর: (ক) One of the boys is meeting me today.

৪. Choose the correct sentence: [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১৪ ]

উত্তর: (ক) One of the most beautiful girls has come

৫. Which of the following sentences is correct? [ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকঃ ০২ ]

উত্তর: (খ) He is one of the perfect gentleman

৬. Which one is correct? [ National university-03-04 ]

উত্তর: (খ) Ten miles is too far to walk

৭. Correct one is – [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ২০০৩ ]

উত্তর: (ঘ) Ten miles is a long distance

৮. Neither Rini nor Simi -- qualified for the job. [ ২৯তম বিসিএস, নিয়োগ পরীক্ষা-২০২০/ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী-২০১২ ]

উত্তর: (ঘ) had

৯. Choose the correct sentence. [ ২৬তম বিসিএস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০৪, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০০৩ ]

উত্তর: (গ) Everbody has gone there.

১০. At least one of the students---full marks every time. [ ২৪তম বিসিএস বাতিলকৃত, সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল) ২০০৭ ]

উত্তর: (গ) gets

১১. Which of the following sentences is correct? [ ১৬তম বিসিএস / প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯ ]

উত্তর: (খ) One of my friends is a lawyer

১২. Choose the correct sentence. [ ১০তম বিসিএস, ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তৃতীয় ধাপ) ২০১৯, Rajshahi university-09-10 ]

.

উত্তর: (খ) Each of the three boys got a prize.

১৩. They are two brothers, but --- of them were honest. [ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১ ]

উত্তর: (ক) neither

১৪. ------he nor his brothers have done the work. Which is correct in the blank? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (খ) Neither

১৫. Choose the correct sentences: [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তৃতীয় ধাপ) ২০১৯ ]

উত্তর: (ক) Each student of the class took part in the picnic.

১৬. Which of the following sentences is correct? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ) ২০১৯ ]

উত্তর: (খ) One of my brothers is a doctor.

১৭. At least one of the students --- full marks every time. [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তৃতীয় ধাপ) ২০১১ ]

উত্তর: (ঘ) gets

১৮. Choose the correct sentence: [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]

উত্তর: (খ) Neither the Chairman nor the members were present.

১৯. Neither Sharmin, nor her friend -- present last week. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২০১৮ ]

উত্তর: (খ) was

২০. Either of these — to the airport. [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]

উত্তর: (খ) roads leads

২১. Which one is the correct sentence? [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনি, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (ঘ) Either of the books is stolen.

২২. Which of the following sentences is correct? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]

উত্তর: (খ) Every one of the boys loves to ride

ব্যাখ্যা: Everyone of the + plural noun কিন্তু singular verb বসে। সুতরাং সঠিক বাক্য Every one of the boys loves to ride.

২৩. Choose the correct sentence. [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান) – ২০১০ ]

উত্তর: (গ) Everybody are gone there

ব্যাখ্যা: Everybody/ somebody / nobody থাকলে verb সর্বদা singular হয় এবং have / has এরপর verb এরপর past participle form বসে।

২৪. Each of the boys --- present in the class. [ স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) is

২৫. None of the students – a car. [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-২)-২০১৪ ]

উত্তর: (গ) Has

২৬. Everybody (go) there. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ২০১৩ ]

উত্তর: (খ) has gone

২৭. Neither Rini nor Simi............. qualified for the job. [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী : ২০১৪ ]

উত্তর: (খ) is

২৮. Neither Rumi not Popy --- qualified for the job. [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার -২০১৩ ]

উত্তর: (খ) is

২৯. Everything including the books – bought. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট- ২০১০ ]

উত্তর: (খ) was

৩০. None of the students in the class left any doubt -- enjoyed this class. [ উপজেলা পোস্ট মাস্টার – ২০১০ ]

উত্তর: (ক) as to whether or not he/she

৩১. Choose the correct sentence – [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন ত্রান ও পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৬ ]

উত্তর: (খ) Everybody hates a liar

৩২. Choose the correct sentence. [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৪ ]

উত্তর: (ক) Everything has been done to help him

৩৩. Select the correct sentence. [ ২৬তম বিসিএস ]

উত্তর: (ঘ) The man who stole my bag was tall

৩৪. Choose the correct sentence. [ ১০তম বিসিএস ]

উত্তর: (খ) The man who said that was a fool

৩৫. Ram as well as Rahim --- there. [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯ ]

উত্তর: (খ) was

৩৬. My parents as well as-----present there. [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (গ) were

ব্যাখ্যা: As well as, in addition to, besides, with ইত্যাদি থাকলে বাক্যের প্রথম Subject অনুযায়ী Verb নির্ধারিত হয়। এক্ষেত্রে My parents হলো Plural verb তাই 'were' বসবে।

৩৭. The father with his seven daughters – left the house. [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]

উত্তর: (গ) has

ব্যাখ্যা: With, together with, in addition এগুলো বাক্যে থাকলে Verb কেমন হবে তা নির্ভর করবে প্রথম Subject এর উপর।

৩৮. Choose the correct expression : [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (গ) No fewer than fifty students were present.

ব্যাখ্যা: No fewer than বা No less than-এই Phrase দুটি Countable noun এর পূর্বে বসে। তবে No fewer than +Plural noun + verb এর ব্যবহার অধিক গ্রহণীয় হওয়ায় সঠিক উত্তর অপশন

.

৩৯. The verb agrees with the subject in – [ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক ২০০৩ ]

উত্তর: (ঘ) He as well as his brothers is a skilful divers

৪০. Which of the following sentences is correct? [ DU-B-Unit-1996-97 ]

উত্তর: (খ) Aziz as well as Fahim knows it.

৪১. Which one is the correct sentence? [ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/DU-B-unit-10-11 ]

উত্তর: (গ) Neither of the roads leads to the railway station.

৪২. Which one is the correct sentence? [ DU-D-unit-10-11 ]

উত্তর: (গ) Neither of those mattresses feels comfortable.

৪৩. Identify the correct sentence: [ DU-A unit-09-10 ]

উত্তর: (খ) He washed neither his hand nor his

৪৪. Choose the correct sentences. [ DU-C-Unit-08-09 ]

উত্তর: (খ) Neither of these two women is to be trusted.

৪৫. Which of the following is correct? [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রর ২০১৬ ]

উত্তর: (গ) He speaks neither English nor French

৪৬. Many – good boy failed. [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯ ]

উত্তর: (গ) a

ব্যাখ্যা: Many a দ্বারা বিপুল সংখ্যাকে নির্দেশ করে। কিন্তু Many a এরপর Singular verb বসে। বাক্যের অর্থঃ অনেক বালক অকৃতকার্য হয়েছিল।

৪৭. Choose the correct sentence. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) The pen belongs to you

৪৮. Choose the correct sentence [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর : ২০১৯ ]

উত্তর: খ ও গ

৪৯. Uneasy lies the head that------ a crown. [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ২০১৯ ]

উত্তর: (খ) wears

৫০. The number of boys present in the function-----satisfactory. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (ক) was

    নবীনতর পূর্বতন