Number এর অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা। BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular ও Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে ।
What is Number ?
সংজ্ঞা : যা দ্বারা কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে।
Number দুই প্রকার যথা :
Singular Number: যে Noun দ্বারা কেবল একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বলে। যেমন- Man, Book, Table ইত্যাদি ।
Plural Number : যে Noun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তকে Plural Number বলে । যেমন- Girls, Books, Tables, Men ইত্যাদি।
Number এর সঠিক ব্যবহার
Rule-1: এমন কতগুলো Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Foot (পায়ের পাতা) | Feet |
Goose (রাজহংসী) | Geese |
Louse (উকুন) | Lice |
Man (মানুষ) | Men |
Mouse (ইঁদুর) | Mice |
Tooth (দাঁত) | Teeth |
Woman (মহিলা) | Women |
Rule-2 : কোন Noun এর শেষে যদি f বা fe থাকে তাহলে Plural করার সময় f/fe এর স্থলে ves হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Half (অর্ধেক) | Halves |
Knife (ছুরি) | Knives |
Leaf (পাতা) | Leaves |
Loaf (খণ্ডরুটি) | Loves |
Self (নিজ) | Selves |
Thief (চোর) | Thieves |
Wife (স্ত্রী) | Wives |
Rule 3 : কিন্তু Noun এর শেষে ief, off, oof, erf, rife, iff, arf, urf, ulf, afe ইত্যাদি থাকে এদের পরে শুধু 's' যুক্ত হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Cliff (পর্বত চূড়া) | Cliffs |
Dwarf (বেটে) | Dwarfs |
Gulf (উপসাগর) | Gulfs |
Hoof (প্রাণীর খুর) | Hoofs |
Roof (ছাদ) | Roofs |
Safe (সিন্ধুক) | Safes |
Scarf (ওড়না) | Scarfs |
Scoff (উপহাস) | Scoffs |
Reef (পর্বত শ্রেণি) | Reefs |
Chief (প্রধান) | Chiefs |
Rule - 4 : কতগুলো Noun দেখতে Singular মনে হলেও এরা মূলত Plural এবং যদি Sentence এর Subject হিসেবে বসে তাহলে Verb plural হয়। এগুলে হলো people, mankind, aristocracy, gentry (ভদ্রসম্প্রদায়), nobility, peasantry (কৃষক সম্প্রদায়), kattle, poultry, majority, tenantry (প্রজাকুল), public, clerge (যাজক সম্প্রদায়), vermin (ইদুর সম্প্রদায়), Government, police ইত্যাদি।
মনে রাখার কৌশল : সাইফুল ময়ুরীকে নিয়ে পালিয়ে Peasantry এর Cattle এর ঘরে প্রবেশ করল। সেখানে Vermin এর যন্ত্রণায় ময়ূরী চিৎকার করতে শুরু করল। তখন আশে পাশ থেকে Children রা চলে আসল। Children দের দেখে সেখানে People, Aristocracy, Nobility, Folk সবাই জমায়েত হল। তারপর সাইফুল ও ময়ূরী হাতে নাতে ধরা পড়ল। তারপর তাদের বিয়ের জন্যে Clergy কে নিয়ে আসা হল কিন্তু সাইফুল এর পকেটের Circumstances ভাল নয় শুধু Poultry ও Vegetables বিক্রির কিছু টাকা ছিল। অবশেষে তাই দিয়ে বিয়ে হলো দুইজনের ।
Rule - 5 : কতগুলো Noun দেখতে Plural মনে হলেও এরা মূলত Singular এবং Singular অর্থে ব্যবহৃত হয় । এদের পর Verb singular হয় । এগুলো হলো - Economics, physics, mathematics, politics, news, innings (feft), optics, ethics, wages, athletics, electronics, statistics, gallows ইত্যাদি।
1. Which of the following words is singular?
উত্তরঃ (ঘ) Physics
2. Economics----my favourite subject.
উত্তরঃ (ক) is
Rule - 6 : কতগুলো Noun এর Singular এবং Plural একই হয়। এগুলো হলো- Deer, sheep, canon (কামান), pair (জোড়া), gross (বারো ডজন), pice (পাইস), apparatus (যন্ত্রপাতি), species (জাতি), swine (শুকুরানী), salmon (এক প্রকার মাছ), stone (পাথর), troop (সৈন্যদল) ইত্যাদি ।
1. 'Canon' শব্দটির বহুবচন----
উত্তরঃ (গ) canon
2. 'Deer' এর plural form-
উত্তরঃ (ক) Deer
Rule—7 : কতগুলো Noun আছে যাদের Singular এ একটি অর্থ এবং Plural এর দুটি অর্থ হয় । এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Arm (বাহু) | Arms- (বাহুসমূহ) |
Arms- (অস্ত্রশস্ত্র) | |
Colour (রঙ) | Colours- (রঙসমূহ) |
Colours- (পতাকাসমূহ) | |
Circumstance (ঘটনা) | Circumstances – (ঘটনাসমূহ) |
Circumstances- (অবস্থানসমূহ) | |
Manner (প্রক্রিয়া) | Manners – (প্রক্রিয়াসমূহ) |
Manners- (আচরণ) | |
Custom (রীতিনীতি) | Customs- (রীতিনীতিসমূহ) |
Customs-( শুল্ক ) | |
Effect (ফলাফল) | Effects- (ফলাফলসমূহ) |
Effects- (অস্থাবর সম্পত্তি) | |
Pain (ব্যাথা) | Pains- (ব্যাথাসমূহ) |
Pains- (ক্লেশ) | |
Letter (চিঠি) | Letters- (চিঠিসমূহ) |
Letters- (বিদ্বান) | |
Part (অংশ ) | Parts- (অংশ সমূহ) |
Parts- ( গুণ ) | |
Premise (প্রস্তাব) | Premises-(প্রস্তাবগুলো) |
Premises- (প্রাঙ্গণ/বাসস্থান) | |
Quarter (এক চতুর্থাংশ) | Quarters- (এক চতুর্থাংশগুলো) |
Quarters- (বাসা) | |
Number (সংখ্যা) | Numbers-( সংখ্যাগুলো) |
Numbers- (কবিতা) | |
Spectacle (দৃশ্য ) | Spectacles- (দৃশ্যাবলি) |
Spectacles- (চশমা) |
Rule-8 : কতগুলো Noun আছে যাদের Singular এ এক রকম অর্থ এবং Plural অন্যরকম অর্থ হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Advice- (উপদেশ) | Advices- (সংবাদ বা তথ্য) |
Air- (বাতাস, আকাশ) | Airs- (গর্বিতভাব) |
Corn- (শস্য) | Corns- (পায়ের কড়া) |
Good- (ভালো) | Goods- (মালপত্র) |
Iron- (লোহা) | Irons- (লোহার শিকল) |
Machinery - (যন্ত্রপাতি) | Machineries - (যন্ত্রাংশ) |
Respect - (শ্রদ্ধা) | Respects - (অত্যাধিক শ্রদ্ধার প্রকাশ) |
Return - (প্রত্যাবর্তন) | Returns - (বিবরণী) |
Sand - (বালি) | Sands - (বালিময় স্থান) |
Rule-9: কতগুলো Noun আছে যাদের Singular এ দুটি অর্থ এবং Plural এ একটি অর্থ হয়। এগুলো হলো-
Singular | Plural |
---|---|
Abuse (অপব্যবহার) | Abuses |
Abuse (তিরস্কার) | |
Force - (সৈন্য) | Forces |
Force - (শক্তি) | |
Gain - (লাভ) | Gains |
Gain (অর্জন | |
Horse - ( ঘোড়া) | Horses |
Horse - (অশ্বারোহী সৈন্যদল) | |
Issue - (ফল) | Issues |
Issue - (সন্তানসন্তুতি) | |
People - (জাতি) | Peoples |
People - (লোকজন) | |
Practice - (অভ্যাস) | Practices |
Practice - (ব্যবসা) | |
Wood (বন) | woods |
Wood (কাঠ) |
Rule-10 : Compound Noun গুলোকে শুধু মূল শব্দটিকে Plural করতে হবে ।
Singular | Plural |
---|---|
Father-in-law | Fathers-in-law |
Commander-in-chief | Commanders-in-chief |
Son-in-law | Sons-in-law |
Rule- 11 : যে সব Noun এর শেষে um আছে তদস্থলে সাধারণত a বসালে plural হয় ।
Singular | Plural |
---|---|
Datum (তথ্য, উপাত্ত ) | Data |
Medium (মাধ্যম) | Media |
Agendum ( আলোচ্য বিষয় ) | Agenda |
Memorandum (স্মারকলিপি) | Memoranda |
Referendum (গণভোট) | Referenda |
Erratum (শুদ্ধিপত্র) | Errata |
Bacterium (জীবাণু) | Bacteria |
Ultimatum (চরমপত্র/ শেষ শর্ত) | Ultimata/ Ultimatum |
Aquarium ( কাঁচের মৎস্যাধার) | Aquaria/ Aquariums |
Corrigendum ( শুদ্ধিপত্র ) | Corrigenda |
Cranium (মাথার খুলি) | Crania/ Craniums |
Curriculum (পাঠ্যক্রম) | Curricula |
Addendum (পরিশিষ্ট, সংযোজন) | Addenda |
Dictum (সত্য বাণী, নীতিবাক্য) | Dicta |
Encomium (উচ্চ প্রশংসা) | Encomia/ Encomiums |
Epithalamium ( বিবাহের গান ) | Epithalamia, Epithalamiums |
Excemplum (দৃষ্টান্ত, উদাহরণ) | Excempla |
Exordium (ভূমিকা ) | Exordia/ Exordiums |
Flagellum ( অবলম্বন) | Flagella/ Flagellums |
Gymnasium (ব্যায়ামগার ) | Gymnasia/ Gymnnasiums |
Hilum (ডিম্বনাভি) | Hila |
Hypogastrium ( উদরের মধ্যস্থলের নিম্নাংশ) | Hypogastria |
Idolum (ভাবমূর্তি) | Idola |
Optimum ( সর্বানুকূল অবস্থা) | Optima |
Ovum (ডিম্বাণু) | Ova |
Radium ( তেজস্ক্রিয় ধাতু বিশেষ ) | Radia |
Symposium ( আলোচনা সভা ) | Symposia |
Fulcrum ( অবলম্বন ) | Fulcra / fulcrums |
Note : নিয়ম বহির্ভূত গুরুত্বপূর্ণ Plural form হলো।
Formula(singular) = formulae/ formulas (Plural)
Rule-12 : যে সব Noun এর শেষে us আছে তদস্থলে সাধারণত i বসালে plural হয়। অথবা us এর সাথে es যোগ করতে হবে।
Singular | Plural |
---|---|
Focus ( কেন্দ্র ) | Foci/Focuses |
Alumnus ( প্রাক্তন ছাত্র ) | Alumni |
Genius ( প্রতিভা ) | Genii/Geniuses |
Radius ( ব্যাসার্ধ) | Radii/Radiuses |
Locus (সঞ্চারপথ) | Loci |
Syllabus (পাঠ্যসূচি) | Syllabi/Syllabuses |
Terminus (শেষপ্রান্ত) | Termini/Terminuses |
Stimulus ( উদ্দীপক) | Stimuli |
Exceptions: | |
Genus ( গণ ) | Genera |
Corpus (লেখা সঙ্কলন) | Corporal/Corpuses |
Rule-13: Singular number এর শেষে is থাকলে plural করার ক্ষেত্রে is এর পরিবর্তে es বসে ।
Singular | Plural |
---|---|
Analysis-বিশ্লেষণ | Analyses |
Axis-অক্ষ | Axes |
Basis-ভিত্তি | Bases |
Crisis-সংকট | Crises |
Diagnosis-রোগ নির্ণয় | Diagnoses |
Hypothesis - অনুমান | Hypotheses |
Oasis - মরূদ্যান | Oases |
Thesis - প্রবন্ধ | Theses |
Parenthesis- বন্ধনী | Parentheses |
Synopsis - সংক্ষিপ্তসার | Synopses |
Rule-14 : Singular number এর শেষে u থাকলে plural করার সময় এর সাথে x অথবা s যোগ করতে হবে।
Singular | Plural |
---|---|
Adieu (বিদায়) | Adieux/ Adieus |
Bandeau (চুলের ফিতা) | Bandeaux |
Bureau ( দপ্তর ) | Bureaux/ Bureaus |
Flambeau (মশাল) | Flambeaux/Flambeaus |
Milieu (পারিপার্শ্বিকতা) | Millieux |
Plateau ( মালভূমি) | Plateaux/ Plateaus |
Rule-15 : যে সব Noun এর শেষে ex/ix থাকে এর স্থলে সাধারণত ices বসালে Plural হয় ।
Singular | Plural |
---|---|
Appendix (পরিশিষ্ট) | Appendices/ Appendixes (in books) |
Index (সূচক, নির্ঘণ্ট) | Indices |
Radix (উৎস) | Radices |
Vertex (শীর্ষ) | Vertices/ Vertexes |
Rule 16 : যে সব Noun এর শেষে on থাকে এর স্থলে সাধারণত a বসালে plural হয় ।
Singular | Plural |
---|---|
Criterion | Criteria |
Phenomenon | Phenomena |
Rule- 17 : অন্যভাবেও Singular number থেকে Plural number হতে পারে।
Singular | Plural |
---|---|
Bandit (দস্যু) | Banditti/ Bandits |
Cherub (স্বর্গীয় দূত) | Cherubim/ Cherubs |
Madame (ভদ্র মহিলা) | Mesdames |
Seraph (দেবদূত) | Seraphim/ Seraphs |
Rule- 18 : কতকগুলো Noun সবসময় Plural রূপে ব্যবহার হয় এবং এসকল Noun এর কোন Singular হয় না। Noun গুলো নিম্নরূপ:
Noun | বাংলা অর্থ |
---|---|
Aborigines | আদিবাসী |
Entrails | নাড়ীভূড়ি |
Alms | ভিক্ষা |
Amends | ক্ষতিপূরণ |
Measles | হাম |
Annals | ইতিবৃত্ত/বর্ষপঞ্জি |
Ashes | ছাই |
Mumps | গালফোলা রোগ |
Nuptials | বিবাহ |
Assets | সম্পত্তি |
Obsequies | শেষ কৃত্য |
Auspices | পৃষ্ঠপোষকতা |
Odds | শত্রু সকল |
Bellows | হাপর |
Proceeds | আয় |
Scissors | কাঁচি |
Billiards | এক প্রকার খেলা |
Bowels | অস্ত্র |
Dregs | তলানি |
Shears | কাস্তে |
Spectacles | চশমা |
Eaves | ঘরের ছাঁইচ |
Thanks | ধন্যবাদ |
Funds | টাকা |
Vitals | জীবনীশক্তি |
Goods | মালপত্র |
Wages | বেতন |
Oats | যব |
Barracks | ব্যারাক |
Outskirts | প্রান্তদেশ |
Crossroads | রাস্তার সংযোগস্থল |
Regards | শুভেচ্ছা |
Remains | অবশিষ্টাংশ |
Savings | সঞ্চয় |
Headquarters | সদর দফতর |
Means | আয় |
Surroundings | পরিবেষ্টন |
Picture মানে অংকন করা ফটো আর ছবি। আবার Picture মানে film/movie ও হতে পারে। The pictures অর্থ the cinema/ the movies.
যেমন: I can't see you in the picture. ( ফটো )
Inc : He will go to the picture to see Hamlet.
Cor : He will go to the pictures to see Hamlet.
Out of spirits (not 'out of spirit) এর অর্থ 'in bad mood/temper'.
Inc : John is out of spirit.
Cor : John is out of spirits.
Note: Out of doors (not 'out of door') একটি idiom যার অর্থ ঘরের বাইরে বা খোলা জায়গায় ।
Inc : Mary has gone out of door.
Cor : Mary has gone out of doors.
Mark অর্থ sign চিহ্ন; spot বা দাগ, Marks অর্থ পরীক্ষার প্রাপ্ত নম্বর ও হতে পারে; আবার চিহ্নসমূহ বা দাগসমূহ হতে পারে।
যেমন -: How did you get that mark on your shirt?
Inc : He has obtained full mark.
Cor : He has obtained full marks.
আদেশ বুঝাতে Orders আর বিন্যাস বা ক্রম বুঝাতে Order বসে । যেমন :
My notes are in order.
Inc : The Judge gave order to release the prisoner.
Cor : The Judge gave orders to release the prisoner.
আমরা যদি বলি He is thirteen years old. তাহলে এখানে years হবে। কিন্তু যদি old এরপর noun থাকে তাহলে শুধু year হবে। এক্ষেত্রে 'thirteen-year-old' একটি compound adjective.
Inc : I saw a thirteen-years old boy swimming in the river.
Cor : I saw a thirteen-year-old boy swimming in the river.
কাজ বুঝালে Work সব সময়ই Singular হবে। কিন্তু যদি সাহিত্যকর্ম বা কারখানা বুঝায় তাহলে Works হবে।
Inc : He has a lot of works to do today.
Cor : He has a lot of work & to do today.
Inc : The work of Shakespeare is read all over the world.
Cor : The works of Shakespeare are read all over the world.
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন