Kinds of Adverbs with definition and examples

Kinds of Adverbs

পূর্বের parts of speech টিউটরিয়ালে নিশ্চয়ই আপনার Adverb সম্বন্ধে জেনেছেন। আপনাদের সুবিধার জন্য এখানে আবারও Adverb এর প্রাথমিক পরিচয় দেয়া হল । তবে এই টিউটরিয়ালের আলোচনার মূল টপিক হল Kinds of Adverbs . ধীরে ধীরে উদাহরণের মাধ্যমে আজকের Kinds of Adverbs টপিকটির গভীরে প্রবেশ করার চেষ্টা করব । পরবর্তীতে Adverb এর শ্রেণীবিভাগ আলোচনা করব । এতে সমুদয় বিষয়টি বুঝতে সহজ এবং আত্নস্থ বা মনে রাখার জন্য সুবিধা ও হবে । চলুন তাহলে শুরুতেই Adverb কি তা আগে একটু জানার চেষ্টা করি ।

What is Adverb?

নিচের বাক্যগুলো পড়
He is a very good man.
I want to go home .
He will come now .
He behaved rudely with me. (সে আমার সাথে নির্দয়ভাবে ব্যবহার করেছিল।)

লক্ষ্য কর : উপরের প্রথম বাক্যে very শব্দটি good adjective-কে বিশেষিত (qualify) করছে। সে ভাল, কিন্তু কেমন ভাল? খুব ভাল । এই খুব বা very শব্দটি হল adverb. তাহলে জানলাম যে, adverb কোন adjective কে qualify করে।
দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে—আমি বাড়ি যেতে চাই। “কোথায়”?–বাড়ি। এভাবে “কোথায়? প্রশ্নের উত্তর যে word টি দেয় তা নিশ্চয়ই কোন স্থান বুঝায়। এটি হল adverb. তাহলে জানলাম "where?" বা "কোথায়?” প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তা হল adverb.
তৃতীয় বাক্যে বলা হচ্ছে সে এখন আসবে। “কখন?”—এখন (now). Now দ্বারা সময় বুঝাচ্ছে ।
তাহলে “কখন?” বা "when?" প্রশ্নটির জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb.
চতুর্থ বাক্যটিতে বলা হচ্ছে সে আমার সাথে নির্দয়ভাবে আচরণ করেছিল। “কেমনভাবে?” নির্দয়ভাবে। এখানে ক্রিয়া বা verb হল “আচরণ করা (behave). rudely শব্দটি দিয়ে এ ক্রিয়ার কাজ কেমনভাবে সংঘটিত হল (নির্দয়ভাবে আচরণ করল) তা বুঝাচ্ছে। এই rudely শব্দটি হল adverb. তাহলে জানলাম যে, “কিভাবে?" বা "How?" প্রশ্নটির জবাব যে word থেকে পাওয়া যায় তা হল একটি adverb.
প্রথম দিকে আমরা এইটুকু জ্ঞানকেই সম্বল ক'রে সামনে এগুবো। এখন আর পরবর্তী আলোচনা বুঝতে মোটেও অসুবিধা হবে না ।
তাহলে মনে রেখ :
How? When? Where? প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb.

kinds of Adverbs

(Adverb এর প্রকারভেদ) :
ব্যবহারের (function) উপর ভিত্তি ক'রে adverb কে নিম্নলিখিত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় :
1. Simple or Independent Adverbs
(a) Adverbs of time (when?)
(b) Adverbs of place (where?)
(c) Adverbs of manner (how?)
(d) Adverbs of frequency
(e) Adverbs of quantity or degree.
(f) Adverbs of affirmation and negation.
(g) Adverbs of cause and effect
(h) Adverbs of order
2. Interrogative Adverbs
3. Relative or Conjunctive Adverbs

Simple or Independent Adverbs

(a) Adverb of Time :
এই ধরনের adverbগুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়, অর্থাৎ, আগে যা জেনেছি, "when?" বা "কখন?” প্রশ্নটির উত্তর দেয় । যেমন:
She will come late (দেরীতে). (when?"- এর উত্তর দিচ্ছে)
I came back soon (শীঘ্রই). (when? –এর উত্তর দিচ্ছে।)
Did you see me before ? (when?–এর উত্তর দিচ্ছে।) (তুমি কি আমাকে আগে কখনও দেখেছ?)
We shall go tomorrow ( আগামীকাল ).
She went yesterday (গতকাল।) We rise early ( সকাল সকাল ) in the morning.
We will go then ( তখন ).
What are you doing now ? ( এখন ).
He always ( সবসময় ) comes to our house.
She gives us milk daily ( প্রতিদিন).
I will ever ( চিরদিন ) love you.
He will never ( কখনো না ) come back.
The child was born two months ago ( আগে ).
I have already (ইতিমধ্যে ) completed ( শেষ করেছি ) my work.
If you are in danger, telephone me immediately (তৎক্ষণাৎ). (যদি তুমি বিপদে পড় তাহলে তৎক্ষণাৎ আমাকে টেলিফোন কর।)
I have come today ( আজ ).

(b) Adverb of place :
এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। "where?" বা "কোথায়?” প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. যেমন :
I went there ( সেখানে । "where?"-এর উত্তর দিচ্ছে )
She lives here ( এখানে ).
We moved thither (ওদিকে).
Come hither (এদিকে).
There is a pond ( পুকুর ) near ( নিকটে ) the school.
Sitting on the branch of the tree (গাছটির ডালে বসে ), we looked below (নিচের দিকে)
She is below ( নিচে ) and I am above in the class.
You need to walk two miles hence ( এখান থেকে ).
Air is found everywhere ( সর্বত্র ).
The dog ran away ( দূরে ).
Is he within (ভেতরে)?
Come in (ভেতরে)
She has gone out ( বাইরে).
The sun has risen up .
The place is far (দূরে) from here .
We walked three miles thence (সেখান থেকে).
He went inside (ভেতরে).

(c) Adverbs of Manner:
Verb এর শব্দ “কেমনভাবে” (how?) সংঘটিত হল তা যে word টি থেকে জানা যায় তাকে বলে adverb of manner. Manner মানেই “ধরন” বা “কায়দা” । verb এর কাজ সংঘটিত হওয়ার ধরন বুঝায় বলে এই adverb-এর এরূপ নাম। নিচে এই adverb-এর উদাহরণ দেয়া হল :
The boy walks (হাঁটে) slowly (ধীরে ধীরে).
লক্ষ্য কর: কেমনভাবে হাঁটে ? ধীরে ধীরে।
বা, how? → slowly.
We work hard (কঠোরভাবে).
I slept soundly (প্রগাঢ়ভাবে).
The army fought (লড়াই করেছিল) bravely (সাহসিকতার সাথে).
You have thought (ভেবেছ) wisely (বুদ্ধিমানের মত).
He is highly honoured (তাকে সম্মান করা হয়) here.
This pen writes well (ভালভাবে).
She read aloud (জোরে শব্দ ক'রে) .
Get ready (প্রস্তুত হও) quickly .

(d) Adverb of Frequency :
যে সব adverb ক্রিয়া কতবার সম্পন্ন হয় তা বুঝায় তাদেরকে বলে adverb of frequency. Frequently মানে বারবার। এই শব্দটিই একটি adverb of frequency.
নিচের উদাহরণগুলো পড় :
I have met (সাক্ষাৎ করেছি) him (তার সাথে) once (একবার) in my life.
লক্ষ্য কর : কতবার? → উত্তর হল : once (একবার).
He will come again (আবার).
Give the patient this pill (বড়ি) thrice (তিনবার) a day.
He always (সর্বদা) speaks the truth.
I often (প্রায়ই) go to the sea-shore.
He will never (একবারও না, কখনও না) come back.
We usually (সচরাচর; সাধারণত অনেকবার) do this.
They do not generally (সাধারণত) come here.
She sometimes (মাঝে মধ্যে অল্প কয়েকবার) comes to my house.
Such a good boy is rarely (কমই, খুব কমসংখ্যকবার) found (পাওয়া যায়).
She occasionally (মাঝে মধ্যে) invites (আমন্ত্রণ করে) me.
তাহলে আমরা এতক্ষণে দেখলাম যে adverb of frequency কোন না কোনভাবে সময় (time) কে নির্দেশ করে ।

(e) Adverbs of Quantity or Degree :
এই ধরনের adverb ‘কতখানি’, ‘কি মাত্রায়’, 'কি পরিমাণে' এসব বুঝায়। নিচের উদাহরণগুলোর মাধ্যমে এই adverb সম্বন্ধে ধারণা স্পষ্ট হয়ে যাবে :
He has lost almost (প্রায়) all his money (সে প্রায় তার সব টাকাই হারিয়েছে।)
এখানে almost (প্রায় সবই) দ্বারা হারানো টাকার পরিমাণ বুঝাচ্ছে ।
I drank (পান করেছিলাম), enough ((যথেষ্ট, পর্যাপ্ত) milk this morning.
She is quite (বেশ) happy.
He is very (খুব) strong.
He is too (অনেক বেশি) weak to walk.
Earn much and spend less .
He knows little (বলতে গেলে মোটেই না) about (সম্বন্ধে) it.
I am rather (কিছুটা) sick today.
He hardly ever (বলতে গেলে মোটেই না) comes here.
No such germ can live in ice.
You are partly (আংশিকভাবে) right.
A too luxurious (বিলাসবহুল) thing is least (খুব কমই, বলতে গেলে মোটেই না) used (ব্যবহৃত হয়).
The more man gets the more he wants (মানুষ যত পায় তত চায়).
Rice grows abundantly (প্রচুর পরিমাণে) in Bangladesh.

(f) Adverb of Affirmation and Negation:
adverb গুলো হ্যাঁ বা না নির্দেশ করে । যেমন:
Really (প্রকৃতপক্ষে—হ্যাঁ বোধক) he is an honest man.
You are probably (সম্ভবত – হ্যাঁ ও না –এর মিশ্রন) right.
He has perhaps ( সম্ভবত ) seen a train.
He is truly (সত্যি করে-হ্যাঁ বুঝাচ্ছে) a genius (প্রতিভাবান ব্যক্তি).
I am indeed ( আসলে ) a fool.
No , he did not go there.
Yes , you are right.
You shall (অবশ্যই) not tell a lie (মিথ্যা বলা).
She has certainly ( নিশ্চয়ই ) done it.
He will possibly ( সম্ভবত ) come today.

(g) Adverbs of Cause and Effect:
adverb verb-এর কাজ সংঘটিত হওয়ার কারণ ও ফলাফল নির্দেশ করে ।
Cause = কারণ Effect = ফলাফল ।
নিচের উদাহরণগুলো পড় :
I, therefore , (অতএব—কারণকে নির্দেশ করছে; অর্থ হল ‘সুতরাং এই কারণে ) hope that you will do it.
The man was unable to work. (লোকটি কাজ করার অযোগ্য ছিল।).
Hence (এই কারণে) he was dismissed from the job (চাকরি).
He taught me how to do it (সে আমাকে শিখিয়েছিল কিভাবে এটা করতে হয়),
and I did it accordingly (সেভাবে). (ফলাফল বুঝাচ্ছে)
You did not work; Consequently (ফলত:) you failed in your exam.
Wherefore ( কি জন্যে ) do you come here? I do not know why ( কেন ) he has done it.

(h) Adverbs of Order :
এই adverb গুলি verb-এর কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা order নির্দেশ করে। যেমন :
First (প্রথমত : ), we have to collect the money.
He came last ( অবশেষে) but he finished first (প্রথমে).
Secondly (তারপর; বা দ্বিতীয়ত), we have to call a meeting.
Lastly (অবশেষে), We must arrange for a picnic.
বাক্যগুলোতে মোটা অক্ষরের (bold) adverb-গুলো “কোন কাজটির পর কোনটি ” তা নির্দেশ করছে। এদেরকে বলে adverbs of order.

Interrogative Adverbs

এই adverb গুলো প্রশ্ন (Question) করার জন্য ব্যবহৃত হয়। এগুলো আবার স্থান (place), সময় (time), পরিমাণ (quantity) ইত্যাদি বুঝাতে পারে ।
নিচের উদাহরণগুলো পড় :
When did he go ? (Time — বুঝাচ্ছে)
Where did he go ? (Place—বুঝাচ্ছে)
How did he go? (Manner বা উপায় বুঝাচ্ছে)
How are you now? (অবস্থা বুঝাচ্ছে)
How much did he buy? (পরিমাণ বুঝাচ্ছে)
How often (কতবার) did he come? (Frequency বা সংখ্যা বুঝাচ্ছে)
Why did he go? (Cause বা কারণ বুঝাচ্ছে)

Relative Adverbs

Interrogative adverb গুলো মনে আছে ত? এগুলো হল : when, where, why, how. এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তখন এদেরকে বলে Interrogative adverb (যা আমরা এতক্ষণ দেখেছি।) কিন্তু এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত না হয়ে দুটি sentence-কে সংযুক্ত (relate) করার জন্য ব্যবহৃত হয় তখন এদেরকে relative adverb বলে। এক্ষেত্রে এগুলো adverb ও conjunction এই দু'টি parts of speech এর কাজ করে।
নিচের বাক্য দু'টি পড়—
I know the place. (আমি জায়গাটি চিনি।)
He lives there. (সে সেখানে বাস করে।) বাক্য দু'টি কে যুক্ত ক'রে লিখতে পারি—
I know the place where he lives.
(আমি জায়গাটি চিনি যেখানে সে বাস করে)
এই যেখানে = where. এটি হল এখানে relative adverb, কারণ এটি দুইটি বাক্যকে যুক্ত করেছে। আরেকটি জিনিস লক্ষ্য কর : এখানে where — কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়নি।
কিন্তু বাক্যটিকে আরো চমৎকারভাবে ছোট করা যায়। ঐ যে where এর আগে যে the place' nounটি দেখছ না? ওটাকেই where-word টি নির্দেশ করছে। the place where—সেই জায়গাটি যেখানে ...। এই noun টিকে বলে antecedent (বা পূর্বগামী শব্দ)।
Antecedent সব সময় সংযোজক শব্দের (যেমন relative pronoun-who, which) ঠিক আগে বসে । এই antecedent টিকে বাদ দিয়েও বাক্যটি সঠিক, যেমন :
I know where he lives.
অর্থ একই। কিন্তু এই বাক্যটি আরো সহজ এবং সংক্ষিপ্ত হয়েছে। নিচে আরো কয়েকটি উদাহরণ দেখ :
I know the time.
He will come then.
বাক্য দু'টিকে যোগ ক'রে পাওয়া যায় (antecedent সহ)
I know the time when he will come.
এবং Antecedent ছাড়া
I know when he will come. এবার নিচের ছকের মাধ্যমে আরও কয়েকটি উদাহরণ দেওয়া হল :

Antecedent - সহ Antecedent — ছাড়া
This is the reason (কারণ) why he did not come. (এই কারণে সে 'আসেনি।) This is why he did not come.
That is the way (উপায়) how you should do it. That is how you should do it.
I know the process (পদ্ধতি ) how you can do it. I know how you can do it.
This is the place where we sat down. This is where we sat down.

এবার শিখে রাখ : antecedent সহ যখন when, where, how, why ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে relative adverb এবং Antecedent — ছাড়া যখন এরা ব্যবহৃত হয় তখন এদেরকে বলে conjunctive adverb. প্রথম ক্ষেত্রে (antecedent-সহ ব্যবহৃত হলে) এরা relative pronoun এর কায়দায় কাজ করে। এবং দ্বিতীয় ক্ষেত্রে (antecedent— ছাড়া ব্যবহৃত হলে) এরা conjunction (যেমন and, but) এর মত কাজ করে ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

নবীনতর পূর্বতন