Kinds of Adverbs with definition and examples

Kinds of Adverbs

পূর্বের parts of speech টিউটরিয়ালে নিশ্চয়ই আপনার Adverb সম্বন্ধে জেনেছেন। আপনাদের সুবিধার জন্য এখানে আবারও Adverb এর প্রাথমিক পরিচয় দেয়া হল । তবে এই টিউটরিয়ালের আলোচনার মূল টপিক হল Kinds of Adverbs . ধীরে ধীরে উদাহরণের মাধ্যমে আজকের Kinds of Adverbs টপিকটির গভীরে প্রবেশ করার চেষ্টা করব । পরবর্তীতে Adverb এর শ্রেণীবিভাগ আলোচনা করব । এতে সমুদয় বিষয়টি বুঝতে সহজ এবং আত্নস্থ বা মনে রাখার জন্য সুবিধা ও হবে । চলুন তাহলে শুরুতেই Adverb কি তা আগে একটু জানার চেষ্টা করি ।

What is Adverb?

নিচের বাক্যগুলো পড়
He is a very good man.
I want to go home .
He will come now .
He behaved rudely with me. (সে আমার সাথে নির্দয়ভাবে ব্যবহার করেছিল।)

লক্ষ্য কর : উপরের প্রথম বাক্যে very শব্দটি good adjective-কে বিশেষিত (qualify) করছে। সে ভাল, কিন্তু কেমন ভাল? খুব ভাল । এই খুব বা very শব্দটি হল adverb. তাহলে জানলাম যে, adverb কোন adjective কে qualify করে।
দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে—আমি বাড়ি যেতে চাই। “কোথায়”?–বাড়ি। এভাবে “কোথায়? প্রশ্নের উত্তর যে word টি দেয় তা নিশ্চয়ই কোন স্থান বুঝায়। এটি হল adverb. তাহলে জানলাম "where?" বা "কোথায়?” প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তা হল adverb.
তৃতীয় বাক্যে বলা হচ্ছে সে এখন আসবে। “কখন?”—এখন (now). Now দ্বারা সময় বুঝাচ্ছে ।
তাহলে “কখন?” বা "when?" প্রশ্নটির জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb.
চতুর্থ বাক্যটিতে বলা হচ্ছে সে আমার সাথে নির্দয়ভাবে আচরণ করেছিল। “কেমনভাবে?” নির্দয়ভাবে। এখানে ক্রিয়া বা verb হল “আচরণ করা (behave). rudely শব্দটি দিয়ে এ ক্রিয়ার কাজ কেমনভাবে সংঘটিত হল (নির্দয়ভাবে আচরণ করল) তা বুঝাচ্ছে। এই rudely শব্দটি হল adverb. তাহলে জানলাম যে, “কিভাবে?" বা "How?" প্রশ্নটির জবাব যে word থেকে পাওয়া যায় তা হল একটি adverb.
প্রথম দিকে আমরা এইটুকু জ্ঞানকেই সম্বল ক'রে সামনে এগুবো। এখন আর পরবর্তী আলোচনা বুঝতে মোটেও অসুবিধা হবে না ।
তাহলে মনে রেখ :
How? When? Where? প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb.

kinds of Adverbs

(Adverb এর প্রকারভেদ) :
ব্যবহারের (function) উপর ভিত্তি ক'রে adverb কে নিম্নলিখিত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় :
1. Simple or Independent Adverbs
(a) Adverbs of time (when?)
(b) Adverbs of place (where?)
(c) Adverbs of manner (how?)
(d) Adverbs of frequency
(e) Adverbs of quantity or degree.
(f) Adverbs of affirmation and negation.
(g) Adverbs of cause and effect
(h) Adverbs of order
2. Interrogative Adverbs
3. Relative or Conjunctive Adverbs

Simple or Independent Adverbs

(a) Adverb of Time :
এই ধরনের adverbগুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়, অর্থাৎ, আগে যা জেনেছি, "when?" বা "কখন?” প্রশ্নটির উত্তর দেয় । যেমন:
She will come late (দেরীতে). (when?"- এর উত্তর দিচ্ছে)
I came back soon (শীঘ্রই). (when? –এর উত্তর দিচ্ছে।)
Did you see me before ? (when?–এর উত্তর দিচ্ছে।) (তুমি কি আমাকে আগে কখনও দেখেছ?)
We shall go tomorrow ( আগামীকাল ).
She went yesterday (গতকাল।) We rise early ( সকাল সকাল ) in the morning.
We will go then ( তখন ).
What are you doing now ? ( এখন ).
He always ( সবসময় ) comes to our house.
She gives us milk daily ( প্রতিদিন).
I will ever ( চিরদিন ) love you.
He will never ( কখনো না ) come back.
The child was born two months ago ( আগে ).
I have already (ইতিমধ্যে ) completed ( শেষ করেছি ) my work.
If you are in danger, telephone me immediately (তৎক্ষণাৎ). (যদি তুমি বিপদে পড় তাহলে তৎক্ষণাৎ আমাকে টেলিফোন কর।)
I have come today ( আজ ).

(b) Adverb of place :
এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। "where?" বা "কোথায়?” প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. যেমন :
I went there ( সেখানে । "where?"-এর উত্তর দিচ্ছে )
She lives here ( এখানে ).
We moved thither (ওদিকে).
Come hither (এদিকে).
There is a pond ( পুকুর ) near ( নিকটে ) the school.
Sitting on the branch of the tree (গাছটির ডালে বসে ), we looked below (নিচের দিকে)
She is below ( নিচে ) and I am above in the class.
You need to walk two miles hence ( এখান থেকে ).
Air is found everywhere ( সর্বত্র ).
The dog ran away ( দূরে ).
Is he within (ভেতরে)?
Come in (ভেতরে)
She has gone out ( বাইরে).
The sun has risen up .
The place is far (দূরে) from here .
We walked three miles thence (সেখান থেকে).
He went inside (ভেতরে).

(c) Adverbs of Manner:
Verb এর শব্দ “কেমনভাবে” (how?) সংঘটিত হল তা যে word টি থেকে জানা যায় তাকে বলে adverb of manner. Manner মানেই “ধরন” বা “কায়দা” । verb এর কাজ সংঘটিত হওয়ার ধরন বুঝায় বলে এই adverb-এর এরূপ নাম। নিচে এই adverb-এর উদাহরণ দেয়া হল :
The boy walks (হাঁটে) slowly (ধীরে ধীরে).
লক্ষ্য কর: কেমনভাবে হাঁটে ? ধীরে ধীরে।
বা, how? → slowly.
We work hard (কঠোরভাবে).
I slept soundly (প্রগাঢ়ভাবে).
The army fought (লড়াই করেছিল) bravely (সাহসিকতার সাথে).
You have thought (ভেবেছ) wisely (বুদ্ধিমানের মত).
He is highly honoured (তাকে সম্মান করা হয়) here.
This pen writes well (ভালভাবে).
She read aloud (জোরে শব্দ ক'রে) .
Get ready (প্রস্তুত হও) quickly .

(d) Adverb of Frequency :
যে সব adverb ক্রিয়া কতবার সম্পন্ন হয় তা বুঝায় তাদেরকে বলে adverb of frequency. Frequently মানে বারবার। এই শব্দটিই একটি adverb of frequency.
নিচের উদাহরণগুলো পড় :
I have met (সাক্ষাৎ করেছি) him (তার সাথে) once (একবার) in my life.
লক্ষ্য কর : কতবার? → উত্তর হল : once (একবার).
He will come again (আবার).
Give the patient this pill (বড়ি) thrice (তিনবার) a day.
He always (সর্বদা) speaks the truth.
I often (প্রায়ই) go to the sea-shore.
He will never (একবারও না, কখনও না) come back.
We usually (সচরাচর; সাধারণত অনেকবার) do this.
They do not generally (সাধারণত) come here.
She sometimes (মাঝে মধ্যে অল্প কয়েকবার) comes to my house.
Such a good boy is rarely (কমই, খুব কমসংখ্যকবার) found (পাওয়া যায়).
She occasionally (মাঝে মধ্যে) invites (আমন্ত্রণ করে) me.
তাহলে আমরা এতক্ষণে দেখলাম যে adverb of frequency কোন না কোনভাবে সময় (time) কে নির্দেশ করে ।

(e) Adverbs of Quantity or Degree :
এই ধরনের adverb ‘কতখানি’, ‘কি মাত্রায়’, 'কি পরিমাণে' এসব বুঝায়। নিচের উদাহরণগুলোর মাধ্যমে এই adverb সম্বন্ধে ধারণা স্পষ্ট হয়ে যাবে :
He has lost almost (প্রায়) all his money (সে প্রায় তার সব টাকাই হারিয়েছে।)
এখানে almost (প্রায় সবই) দ্বারা হারানো টাকার পরিমাণ বুঝাচ্ছে ।
I drank (পান করেছিলাম), enough ((যথেষ্ট, পর্যাপ্ত) milk this morning.
She is quite (বেশ) happy.
He is very (খুব) strong.
He is too (অনেক বেশি) weak to walk.
Earn much and spend less .
He knows little (বলতে গেলে মোটেই না) about (সম্বন্ধে) it.
I am rather (কিছুটা) sick today.
He hardly ever (বলতে গেলে মোটেই না) comes here.
No such germ can live in ice.
You are partly (আংশিকভাবে) right.
A too luxurious (বিলাসবহুল) thing is least (খুব কমই, বলতে গেলে মোটেই না) used (ব্যবহৃত হয়).
The more man gets the more he wants (মানুষ যত পায় তত চায়).
Rice grows abundantly (প্রচুর পরিমাণে) in Bangladesh.

(f) Adverb of Affirmation and Negation:
adverb গুলো হ্যাঁ বা না নির্দেশ করে । যেমন:
Really (প্রকৃতপক্ষে—হ্যাঁ বোধক) he is an honest man.
You are probably (সম্ভবত – হ্যাঁ ও না –এর মিশ্রন) right.
He has perhaps ( সম্ভবত ) seen a train.
He is truly (সত্যি করে-হ্যাঁ বুঝাচ্ছে) a genius (প্রতিভাবান ব্যক্তি).
I am indeed ( আসলে ) a fool.
No , he did not go there.
Yes , you are right.
You shall (অবশ্যই) not tell a lie (মিথ্যা বলা).
She has certainly ( নিশ্চয়ই ) done it.
He will possibly ( সম্ভবত ) come today.

(g) Adverbs of Cause and Effect:
adverb verb-এর কাজ সংঘটিত হওয়ার কারণ ও ফলাফল নির্দেশ করে ।
Cause = কারণ Effect = ফলাফল ।
নিচের উদাহরণগুলো পড় :
I, therefore , (অতএব—কারণকে নির্দেশ করছে; অর্থ হল ‘সুতরাং এই কারণে ) hope that you will do it.
The man was unable to work. (লোকটি কাজ করার অযোগ্য ছিল।).
Hence (এই কারণে) he was dismissed from the job (চাকরি).
He taught me how to do it (সে আমাকে শিখিয়েছিল কিভাবে এটা করতে হয়),
and I did it accordingly (সেভাবে). (ফলাফল বুঝাচ্ছে)
You did not work; Consequently (ফলত:) you failed in your exam.
Wherefore ( কি জন্যে ) do you come here? I do not know why ( কেন ) he has done it.

(h) Adverbs of Order :
এই adverb গুলি verb-এর কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা order নির্দেশ করে। যেমন :
First (প্রথমত : ), we have to collect the money.
He came last ( অবশেষে) but he finished first (প্রথমে).
Secondly (তারপর; বা দ্বিতীয়ত), we have to call a meeting.
Lastly (অবশেষে), We must arrange for a picnic.
বাক্যগুলোতে মোটা অক্ষরের (bold) adverb-গুলো “কোন কাজটির পর কোনটি ” তা নির্দেশ করছে। এদেরকে বলে adverbs of order.

Interrogative Adverbs

এই adverb গুলো প্রশ্ন (Question) করার জন্য ব্যবহৃত হয়। এগুলো আবার স্থান (place), সময় (time), পরিমাণ (quantity) ইত্যাদি বুঝাতে পারে ।
নিচের উদাহরণগুলো পড় :
When did he go ? (Time — বুঝাচ্ছে)
Where did he go ? (Place—বুঝাচ্ছে)
How did he go? (Manner বা উপায় বুঝাচ্ছে)
How are you now? (অবস্থা বুঝাচ্ছে)
How much did he buy? (পরিমাণ বুঝাচ্ছে)
How often (কতবার) did he come? (Frequency বা সংখ্যা বুঝাচ্ছে)
Why did he go? (Cause বা কারণ বুঝাচ্ছে)

Relative Adverbs

Interrogative adverb গুলো মনে আছে ত? এগুলো হল : when, where, why, how. এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তখন এদেরকে বলে Interrogative adverb (যা আমরা এতক্ষণ দেখেছি।) কিন্তু এগুলো যখন প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত না হয়ে দুটি sentence-কে সংযুক্ত (relate) করার জন্য ব্যবহৃত হয় তখন এদেরকে relative adverb বলে। এক্ষেত্রে এগুলো adverb ও conjunction এই দু'টি parts of speech এর কাজ করে।
নিচের বাক্য দু'টি পড়—
I know the place. (আমি জায়গাটি চিনি।)
He lives there. (সে সেখানে বাস করে।) বাক্য দু'টি কে যুক্ত ক'রে লিখতে পারি—
I know the place where he lives.
(আমি জায়গাটি চিনি যেখানে সে বাস করে)
এই যেখানে = where. এটি হল এখানে relative adverb, কারণ এটি দুইটি বাক্যকে যুক্ত করেছে। আরেকটি জিনিস লক্ষ্য কর : এখানে where — কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়নি।
কিন্তু বাক্যটিকে আরো চমৎকারভাবে ছোট করা যায়। ঐ যে where এর আগে যে the place' nounটি দেখছ না? ওটাকেই where-word টি নির্দেশ করছে। the place where—সেই জায়গাটি যেখানে ...। এই noun টিকে বলে antecedent (বা পূর্বগামী শব্দ)।
Antecedent সব সময় সংযোজক শব্দের (যেমন relative pronoun-who, which) ঠিক আগে বসে । এই antecedent টিকে বাদ দিয়েও বাক্যটি সঠিক, যেমন :
I know where he lives.
অর্থ একই। কিন্তু এই বাক্যটি আরো সহজ এবং সংক্ষিপ্ত হয়েছে। নিচে আরো কয়েকটি উদাহরণ দেখ :
I know the time.
He will come then.
বাক্য দু'টিকে যোগ ক'রে পাওয়া যায় (antecedent সহ)
I know the time when he will come.
এবং Antecedent ছাড়া
I know when he will come. এবার নিচের ছকের মাধ্যমে আরও কয়েকটি উদাহরণ দেওয়া হল :

Antecedent - সহ Antecedent — ছাড়া
This is the reason (কারণ) why he did not come. (এই কারণে সে 'আসেনি।) This is why he did not come.
That is the way (উপায়) how you should do it. That is how you should do it.
I know the process (পদ্ধতি ) how you can do it. I know how you can do it.
This is the place where we sat down. This is where we sat down.

এবার শিখে রাখ : antecedent সহ যখন when, where, how, why ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে relative adverb এবং Antecedent — ছাড়া যখন এরা ব্যবহৃত হয় তখন এদেরকে বলে conjunctive adverb. প্রথম ক্ষেত্রে (antecedent-সহ ব্যবহৃত হলে) এরা relative pronoun এর কায়দায় কাজ করে। এবং দ্বিতীয় ক্ষেত্রে (antecedent— ছাড়া ব্যবহৃত হলে) এরা conjunction (যেমন and, but) এর মত কাজ করে ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Adverb mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৪)

১. The mother sat vigilantly beside the sick baby. Here 'vigilantly' is – [ ৩৭তম বিসিএস/ ইসলামী বিশ্ববিদ্যালয় (F ইউনিট): ১৬-১৭ ]

উত্তর: (খ)

২. নিচের কোনটি Adverb ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (ঘ) wisely

৩. Select the correct form of adverb: "The student has carefully submitted her examination paper" [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (গ) carefully

৪. An adverb does not modify- [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১ ]

উত্তর: (ক) Nouns

৫. Count the number of adverbs: I was just wondering if you could cook it perfectly and make the dish quite delicious as always. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সাধারণ অফিসার)-২১ ]

উত্তর: (খ) 4

৬. Which of the following is adverb? [ পরিবেশ অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা ২০২০ ]

উত্তর: (ক) Quickly

ব্যাখ্যা: Sly হলো Adjective যার = প্রতারণাপূর্ণ। Quicker এবং Quickest হলো Adjective. এখানে Quicker হলো Comparative form 4 Quickest Superlative form.

৭. 'Rahim always runs quite fast. Here 'always ' is – [ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০২০/ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (ঘরও) ও জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯/ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO)-এর অ্যাসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার ২০১৯ ]

উত্তর: (গ) Adverb

ব্যাখ্যা: বাক্যে always শব্দটি Verb-এর কার্যসম্পন্ন হওয়ার সময় নির্দেশ করায় always শব্দটি adverb of time. Verb কে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসবে তাই Adverb. বাক্যের অর্থঃ রহিম সর্বদা দ্রুত দৌড়ায়।

৮. Fill up the gap with suitable "adverb": He works-----quickly. [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) very

ব্যাখ্যা: কাজকে Modify করার জন্য 'very' Adverb টি ব্যবহৃত হয়েছে। বাক্যের অর্থঃ সে দ্রুত কাজ করে।

৯. She looks very beautiful. Here 'very' is [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২০১৯ ]

উত্তর: (ঘ) adverb

ব্যাখ্যা: 'very কে কোথায়, কখন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে তা-ই Adverb. যেমনঃ দেখতে কেমন? উত্তর আসবেঃ খুব সুন্দর। বাক্যের অর্থঃ সে দেখতে খুব সুন্দর।

১০. Which one is the adverb ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ ]

উত্তর: (খ) Slowly

১১. A Adverbs qualify [ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (D ইউনিট): ১৬-১৭ ]

উত্তর: (ক) verbs, adverbs and adjectives

১২. Please look above. Here 'above' is- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (খ) adverb

ব্যাখ্যা: যে Word, verb কে বিশেষিত করে তাকে adverb বলে। Adverb যখন verb look কে বিশেষিত করছে।

১৩. Man can not live alone. The word ‘alone' used here as--- [ রাজশাহী বিশ্ববিদ্যালয় (উ ইউনিট বাণিজ্য):১৬-১৭/ ইসলামী বিশ্ববিদ্যালয় (ঐ ইউনিট) : ১৬-১৭ ]

উত্তর: (ক) Adverb

১৪. 'Thank you very much.' In this sentence 'very' is— [ ইসলামী বিশ্ববিদ্যালয় (F ইউনিট): ১৬-১৭/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী পরিচালক-০৬ ]

উত্তর: (গ) Adverb

১৫. Which of these is an adverb? It is [ বাংলাদেশ বেতার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ ]

উত্তর: (ক) quickly

ব্যাখ্যা: Quicker ও Quickest হলো Adjective. কিন্তু sly হলো Adjective যার অর্থ হলো গোপন কথা জানে বা জানার ভাব দেখায়।

১৬. A/an----- is used to qualify or limit the meaning of something. [ বাংলাদেশ বেতার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ ]

উত্তর: (ঘ) adverb

১৭. I know better. The underlined word is [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক : ২০১১ ]

উত্তর: (খ) an adverb

ব্যাখ্যা: Better শব্দটি Verb “Know" কে Modify Post করছে। তাই এটি Adverb. বাক্যের অর্থঃ আমি ভালো জানি।

১৮. My sister's wedding is drawing near. The underlined word is a/an [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (ঘ) adverb

ব্যাখ্যা: কোন বাক্যকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে Near. তাই Near হবে একটি Adverb. বাক্যের অর্থঃ আমার বোনের বিবাহ সন্নিকটে।

১৯. Which is not true about the function of an adverb? [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী -২০১৩ ]

উত্তর: (ঘ) None of these

২০. In the sentence "Cycling is certainly healthier than driving', the word 'certainly' in a/an [ সাধারণ বীমা কর্পোরেশন (SBM) জুনিয়র অফিসার-২০১৬ ]

উত্তর: (খ) adverb

২১. We must buy the tickets next week. Here next week is— [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রর ২০১৬ ]

উত্তর: (গ) adverbial

২২. Which one is adverb ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১ ]

উত্তর: (খ) Delightfully

২৩. Which one of the following is an adverb? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (ঘ) Sometime

২৪. Give the part of speech of the underlined word: I saw him once before. [ বাংলাদেশ টেলিভিশন-এর প্রযোজক-০৬ ]

উত্তর: (ঘ) Adverb

২৫. “Quickly” is an example of — [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬ ]

উত্তর: (ক) Adverb

২৬. Perfectly — [ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসারঃ ০৪ ]

উত্তর: (ক) Adverb

২৭. He stood first. Here 'first' is - [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকোশলী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (ঘ) adverb of order

২৮. He has already finished his homework. In this sentence already is- [ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডিতে সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা-০৫ ]

উত্তর: (গ) Adverb

২৯. He was wise enough to accept the offer. Here 'enough' is [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫ ]

উত্তর: (গ) Adverb

৩০. Adverb of the word: Object— [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক পদে বাছাই পরীক্ষা-০৪ ]

উত্তর: (ঘ) Objectively

৩১. The day of my sister's marriage is drawing near. The underlined word is a/an – [ 25th BCS, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০১১ ]

উত্তর: (ঘ) adverb

৩২. 'Sometimes reports are misleading'-In this sentence 'Sometimes' is– [ জেলা নির্বাচন অফিসার নিয়োগ পরীক্ষা-২০০৪ ]

উত্তর: (গ) Adverb

৩৩. ---------have you been living in this city? Which of the adverbials is fit to fill up the blank? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার ২০১৩ ]

উত্তর: (গ) How long

৩৪. Which one is the adverb of the word ‘favour’? [ সমবায় অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষাঃ ১৭ ]

উত্তর: (গ) Favourably

    নবীনতর পূর্বতন