জাফর ইকবাল (১৯৫২-)
বাংলাদেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কলাম লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং রম্য ম্যাগাজিন ‘উম্মাদ' এর সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের সহোদর। তিনি সুদীর্ঘ ১৮ বছর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশলে বিজ্ঞানী হিসেবে কাজ করে ১৯৯৪ সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি তড়িৎ কৌশল বিভাগের প্রধান।
জাফর ইকবালের সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | ড. জাফর ইকবাল ২৩ ডিসেম্বর, ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। |
মাতা-পিতা | তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান ও মা আয়েশা খাতুন। |
বিশেষত্ব | তিনি বাংলা একাডেমি পুরস্কার (২০০৪) পান। |
বিশেষ পরিচিতি | কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই । |
প্রথম সায়েন্স ফিকশন | তাঁর প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন গল্পের নাম কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬)। |
ড. জাফর ইকবালের সাহিত্যকর্মসমূহ | |
গল্পগ্রন্থ | ‘একজন দুর্বল মানুষ' (১৯৯২), 'ছেলেমানুষী' (১৯৯৩), ‘মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ' (২০০৪)। |
উপন্যাস | ‘আকাশ বাড়িয়ে দাও' (১৯৮৭), ‘বিবর্ণ তুষার’ (১৯৯৩), ‘দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর' (১৯৯৪), 'মহব্বত আলীর একদিন' (২০০৬)। |
বৈজ্ঞানিক গ্রন্থ | ‘কপোট্রনিক সুখ দুঃখ' (১৯৭৬), ‘মহাকাশে মহাত্রাস' (১৯৭৭), ‘ক্রুগো' (১৯৮৮), 'বিজ্ঞানী সফদর আলীর মহা আবিষ্কার' (১৯৯২), 'নিঃসঙ্গ গ্রহচারী' (১৯৯৪), নগ্ন নগ্ন তিন শূন্য তিন (১৯৯৬), অতিমানবী' (১৯৯৮), ফিনিক্স' (২০০০), ‘অবনীল’ (২০০৪), জলমানব (২০০৭), অক্টোপাসের চোখ (২০০৯), 'প্রডিজি' (২০১১), ব্লাকহোলের বাচ্চা (২০১০)। |
শিশুতোষ | সাগরের যত খেলনা (২০০২), রতন ' (২০০৮), ‘ ঘাসফড়িং (২০০৮), 'ভূতের বাচ্চা কটকটি' (২০০১)। |
কিশোর সাহিত্য | “হাতকাটা রবিন' (১৯৭৬), দীপু নাম্বার টু (উপন্যাস) (১৯৮৪): (এ উপন্যাস অবস্থানে চলচ্চিত্র নির্মিত হয়), আমার বন্ধু রাশেদ (১৯৯৪): (এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়), 'বুবনের বাবা' (১৯৯৮), 'কাজলের দিনরাত্রি (২০০২), নাট বল্টু (২০০৮), ' রাশা (২০১০), ' ইস্টিশন' (২০১৩) |
ভ্রমণকাহিনি | 'আমেরিকা' (১৯৯৭), “তোমাদের প্রশ্ন আমার উত্তর' (২০০৪), 'রঙিন চশমা' (২০০৭) |
বিজ্ঞান বিষয়ক রচনা | 'দেখা আলো না দেখা রূপ (১৯৮৬), "নিউরণে অনুরণন' (২০০২), আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড : প্রশ্ন ও উত্তর" , "থিউরী অফ রিলেটিভিট “ |
কলাম সংকলন | ‘সাদাসিদে কথা' (১৯৯৫- চলমান)। |
ভৌতিক রচনা | ‘প্রেত' (১৯৮৩), ‘পিশাচিনী' (১৯৯২), ‘নিশিকন্যা' (২০০৩), ‘ছায়ালীন’ (২০০৬), ‘দানব’ (২০০৯) |
মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা | ‘মুক্তিযুদ্ধের ইতিহাস' (২০০৯), ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস' |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: জাফর ইকবাল mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০২)
১. জনপ্রিয় ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হল--- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (গ) কপোট্রনিক সুখ দুঃখ
২. 'আমার বন্ধু রাশেদ' --বইটির লেখক কে? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) মুহম্মদ জাফর ইকবাল