শহীদ কাদরী

শহীদ কাদরী (১৯৪২-২০১৬)

স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি শহীদ কাদরী। বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তাঁর কাব্যগ্রন্থসমূহে। ১৯৪৭ পরবর্তী বাঙালি কবিদের তিনি নাগরিক জীবন সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন।

শহীদ কাদরীর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম শহীদ কাদরী ১৪ আগস্ট, ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতার পার্কস্ট্রিটে জন্মগ্রহণ করেন ।
সময় শহীদ কাদরী মূলত ষাটের দশকের কবি ছিলেন ।
প্রথম কবিতা তাঁর প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয় এবং সেদিনই তাঁর মা মৃত্যুবরণ করেন।
পুরস্কার তিনি ১৯৭৩ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' এবং ২০১১ সালে ‘একুশে পদক' লাভ করেন।
গ্রন্থসমূহ শহীদ কাদরী রচিত গ্রন্থসমূহ:

‘উত্তরাধিকার’ (১৯৬৭): এ কাব্যে মোট ৪০টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর প্রতি পঙ্ক্তিতে তিনি দৃশ্যমান বস্তুকে দেখেছেন প্রবল অন্তরঙ্গে, মননের শাসনে ও আবেগের প্রাবল্যের যৌথ প্রচেষ্টায়। বাংলা কবিতা সত্যিকার অর্থেই আধুনিকতার চূড়ান্তমুখী হয় তাঁর এ কাব্যগ্রন্থের মাধ্যমে। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘বৃষ্টি বৃষ্টিতে'।

‘তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪),

'কোথাও কোনো ক্রন্দন নেই' (১৯৭৮),

'আমার চুম্বনগুলো পৌঁছে দাও' (২০০৯)।
বিখ্যাত পক্তি “ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে...
মৃত্যু তিনি ২৮ আগস্ট, ২০১৬ খ্রিস্টাব্দে নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছানুযায়ী ঢাকায় সমাহিত করা হয় ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

أحدث أقدم