শহীদ কাদরী (১৯৪২-২০১৬)
স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি শহীদ কাদরী। বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তাঁর কাব্যগ্রন্থসমূহে। ১৯৪৭ পরবর্তী বাঙালি কবিদের তিনি নাগরিক জীবন সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন।
শহীদ কাদরীর সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | শহীদ কাদরী ১৪ আগস্ট, ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতার পার্কস্ট্রিটে জন্মগ্রহণ করেন । |
সময় | শহীদ কাদরী মূলত ষাটের দশকের কবি ছিলেন । |
প্রথম কবিতা | তাঁর প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয় এবং সেদিনই তাঁর মা মৃত্যুবরণ করেন। |
পুরস্কার | তিনি ১৯৭৩ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' এবং ২০১১ সালে ‘একুশে পদক' লাভ করেন। |
গ্রন্থসমূহ |
শহীদ কাদরী রচিত গ্রন্থসমূহ: ‘উত্তরাধিকার’ (১৯৬৭): এ কাব্যে মোট ৪০টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর প্রতি পঙ্ক্তিতে তিনি দৃশ্যমান বস্তুকে দেখেছেন প্রবল অন্তরঙ্গে, মননের শাসনে ও আবেগের প্রাবল্যের যৌথ প্রচেষ্টায়। বাংলা কবিতা সত্যিকার অর্থেই আধুনিকতার চূড়ান্তমুখী হয় তাঁর এ কাব্যগ্রন্থের মাধ্যমে। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘বৃষ্টি বৃষ্টিতে'। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪), 'কোথাও কোনো ক্রন্দন নেই' (১৯৭৮), 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও' (২০০৯)। |
বিখ্যাত পক্তি | “ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো, যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে... |
মৃত্যু | তিনি ২৮ আগস্ট, ২০১৬ খ্রিস্টাব্দে নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছানুযায়ী ঢাকায় সমাহিত করা হয় । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন