হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)

বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক হিসেবে সমধিক খ্যাত। আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয়। তার সংলাপপ্রধান গল্প ও উপন্যাসে খুব অল্প বাক্যে তিনি একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং অতিবাস্তব বিষয়গুলি এমনভাবে অনায়াসে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতেন যেন মনে হয় যাদু বাস্তবতা। যথেষ্ট সমাজসচেতন হয়েও তাঁর রচনায় কোনো রাজনৈতিক প্রণোদনা নেই ।

হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম হুমায়ূন আহমেদ ১৩ নভেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দে কৃষ্ণপক্ষের শনিবার রাত ১০.৩০মিনিটে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুর ।
পিতৃপ্রদত্ত নাম তাঁর ডাক নাম কাজল । পিতৃপ্রদত্ত নাম শামসুর রহমান
বিশেষ পরিচিতি কথা সাহিত্যিক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই ।
পিএইচডি ডিগ্রি তিনি পলিমার কেমিস্ট্রি বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন তিনি ১৯৭৩ সালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভৌতরসায়নের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে যোগ দেন।
প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হুমায়ূন আহমেদ। ‘তোমাদের জন্য ভালোবাসা' (১৯৭৩) প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য।
সৃষ্ট চরিত্র হুমায়ুন আহমেদ এর সৃষ্ট লজিক ও অ্যান্টি লজিক নিয়ে কাজ করা দুটি অমর চরিত্র মিসির আলী ও হিমু। মিসির আলী বাস্তববাদী, যুক্তিনির্ভর ও রহস্যময় চরিত্র। মিসির আলী চরিত্রের প্রথম উপন্যাস 'দেবী' (১৯৮৫)। হিমুর আসল নাম হিমালয়। পকেটবিহীন হলুদ পাঞ্জাবী তার পোশাক। নব্বইয়ের দশকে ‘ময়ূরাক্ষী' (১৯৯০) উপন্যাসের মধ্য দিয়ে হিমুর আত্মপ্রকাশ ।
বাগানবাড়ি গাজীপুরের ‘নুহাশ পল্লী' তাঁর নির্মিত বাগানবাড়ি।
পুরস্কার তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৮১), ‘একুশে পদক' (১৯৯৪) লাভ করেন ।
উপন্যাস তাঁর উপন্যাসসমূহ:

‘নন্দিত নরকে' (১৯৭২): এটি প্রথম প্রকাশিত উপন্যাস হলেও তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস। ১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র, তখন তিনি এটি রচনা করেন। এটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং এ উপন্যাসটির ভূমিকা স্বপ্রণোদিত হয়ে লিখে দেন অধ্যাপক আহমদ শরীফ। চরিত্র: রাবেয়া।

‘শঙ্খনীল কারাগার’ (১৯৭৩): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের প্রভাষক থাকাকালে তিনি এ উপন্যাসটি রচনা করেন।

‘কোথাও কেউ নেই' (১৯৯২) : চরিত্র- বাকের ভাই ।

‘কে কথা কয়' (২০০৬): উপন্যাসটি অটিজম নিয়ে রচিত। এ উপন্যাসে গণিতে আগ্রহী দশ-এগারো বছর বয়সী অটিস্টিক শিশু কমল ও ২৭ বছর বয়সী বেকার যুবক মতিন নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান ও সত্যান্বেষণের প্রয়াস লক্ষ করা যায়। উপন্যাসের শেষে কমল সত্যান্বেষণে ব্যস্ত হয়ে পড়ে এবং মতিন সত্যের জন্য জীবন উৎসর্গ করে। উজবেক কবি নদ্দিউ নতিম নামে এক কাল্পনিক চরিত্রও রয়েছে।

'দেয়াল' (২০১২) : এটি রাজনৈতিক উপন্যাস। (সর্বশেষ উপন্যাস)

‘আমার আছে জল' (১৯৮৫),
'নিশিথিনী' (১৯৮৭),
‘সম্রাট’ (১৯৮৮),
'রজনী' (১৯৮৯),
'বহুব্রীহি' (১৯৯০),
'এইসব দিনরাত্রি' (১৯৯০),
'ময়ূরাক্ষী' (১৯৯০),
‘অয়োময়’ (১৯৯০),
‘শ্রাবণ মেঘের দিন' (১৯৯৪),
‘গৌরিপুর জংশন' (১৯৯৫),
‘কবি' (১৯৯৬),
‘দূরে কোথাও' (১৯৯৭),
‘ইস্টিশন' (১৯৯৯),
‘বৃষ্টিবিলাস' (২০০০),
‘নক্ষত্রের রাত’ (২০০৩),
‘এপিটাফ' (২০০৪),
‘লীলাবতী' (২০০৫),
'মধ্যাহ্ন' (২০০৮),
‘মাতাল হাওয়া' (২০১০)
বাদশাহ নামদার,
অপেক্ষা,
আমার শাদা বাড়ি,
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:

‘আগুনের পরশমণি' (১৯৮৬) : ঢাকায় গেরিলা অপারেশন, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী চরিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চিত্র উপস্থাপিত হয়েছে এ উপন্যাসে। এ উপন্যাসের কেন্দ্রবিন্দু ঢাকা শহরের একটি বাড়ি। মতিন সাহেব তার স্ত্রী সুরমা, দুই মেয়ে রাত্রি আর অপালা, গৃহকর্মী বিন্তিকে নিয়ে থাকেন এ বাড়িতে। তাদের বাসায় সাময়িক সময়ের জন্য থাকতে আসেন মতিন সাহেবের বন্ধুর ছেলে বদিউল আলম বদি। সে একজন মুক্তিযোদ্ধা। রাত্রি প্রথমদিকে বদিকে অপছন্দ করলেও শেষে ভালোবেসে ফেলেন। একদিন পাক বাহিনির সাথে যুদ্ধ করতে গিয়ে আহত হয় বদি। কারফিউ থাকার কারণে বদিকে ডাক্তারের কাছে নেয়া সম্ভব হয়ে উঠে না। ভোর হলে নিতে পারবে বদিকে ডাক্তারের কাছে। শুরু হয় অপেক্ষমান এক রজনীর। এভাবেই শেষ হয় উপন্যাসের কাহিনি। উপন্যাসটির চলচ্চিত্ররূপ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

‘জোছনা ও জননীর গল্প' (২০০৪) : উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পুরো নয় মাসের বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে এ উপন্যাসটিতে। মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য-উপাত্ত, মুক্তিযুদ্ধের বিবরণ, ঐতিহাসিক চরিত্র ও তার ভূমিকা, ঔপন্যাসিকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণকে উপজীব্য করে রচিত হয়েছে উপন্যাসটি।

'শ্যামল ছায়া' (২০০৩),
'সূর্যের দিন' ,
'সৌরভ' ,
‘নির্বাসন' ,
'অনিল বাগচীর একদিন'
উপন্যাস নিয়ে চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মিত হওয়ার সময়কাল তাঁর যে সকল উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র চিত্রায়িত হয় তা নিচে দেওয়া হল:

‘শঙ্খনীল কারাগার' (১৯৯২),
'আগুনের পরশমণি’ (১৯৯৪),
'শ্রাবণ মেঘের দিন' (১৯৯৯),
‘দুই দুয়ারী’ (২০০০),
'চন্দ্রকথা' (২০০৩),
'শ্যামল ছায়া' (২০০৪),
'দূরত্ব' (২০০৬),
'নন্দিত নরকে' (২০০৬),
'নিরন্তর' (২০০৬),
'নয় নম্বর বিপদ সংকেত' (২০০৬),
‘দারুচিনি দ্বীপ' (২০০৭),
'সাজঘর' (২০০৭),
'আমার আছে জল' (২০০৮),
'প্রিয়তমেষু' (২০০৯),

'ঘেঁটুপুত্র কমলা' (২০১২- এটি তাঁর নির্মিত সর্বশেষ চলচ্চিত্র),

'অনিল বাগচীর একদিন' (২০১৫- এটি তাঁর মৃত্যুর পরে নির্মিত হয়)।
উপন্যাস নিয়ে নাটক তাঁর যে সকল উপন্যাস অবলম্বনে নাটক চিত্রায়িত হয়:

‘প্রথম প্রহর',
‘এইসব দিনরাত্রি',
'বহুব্রীহি',
'কোথাও কেউ নেই’,
‘নক্ষত্রের রাত’,
‘অয়োময়’,
‘আজ রবিবার',
‘নিমফুল',
‘তারা তিনজন’,
‘আমরা তিনজন',
'মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম',
‘সবুজ সাথী',
‘উড়ে যায় বকপক্ষী’,
‘এই মেঘ এই রৌদ্র’
আত্মজীবনীমূলক গ্রন্থ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থসমূহ:

‘আমার ছেলেবেলা' (১৯৯১),
'বলপয়েন্ট' (২০০৯),
'কাঠপেন্সিল' (২০১০),
'রংপেন্সিল' (২০১১),
'লীলাবতীর মৃত্যু' (২০১৪)।
গল্পগ্রন্থ তাঁর গল্পগ্রন্থসমূহ:

‘এলেবেলে’(রম্য),
‘আনন্দবেদনার কাব্য'
মৃত্যু তিনি ১৯ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

'দেয়াল' উপন্যাসের পরিচয়

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস 'দেয়াল' (২০১২)। এটি তাঁর রচিত সর্বশেষ উপন্যাস যা লেখকের মৃত্যুর পরে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশের পূর্বেই এটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এর কিছু অংশ পরিমার্জন করে প্রকাশ করা হয়। এ উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক চরিত্র ও ঘটনাবলি নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন। এখানে লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। উল্লেখযোগ্য চরিত্র: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খালেদ মোশাররফ, সৈয়দ নজরুল ইসলাম, জিয়াউর রহমান, কর্নেল তাহের, অবন্তি, চা বিক্রেতা কাদের বাঙ্গালি ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: হুমায়ুন আহমেদ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩৫)

১. হুমায়ূন আহমেদ বাংলাা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা):১৫ ]

উত্তর: (ঘ) কথাসাহিত্যিক

২. হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায় ---- [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]

উত্তর: (খ) নেত্রকোনা

৩. প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমদের প্রথম উপন্যাস- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন):১৩ ]

উত্তর: (খ) নন্দিত নরকে

৪. জোছনা ও জননীর গল্প' কার লেখা? [ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট: ১৫ ]

উত্তর: (ক) হুমায়ূন আহমেদ

৫. হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১ ]

উত্তর: (ঘ) জোৎস্না ও জননীর গল্প

৬. হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে--। [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৭. মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে? [ ৮ম বিজেএস(সহকারী জজ): ১৩ ]

উত্তর: (ঘ) কে কথা কয়

৮. হুমায়ুন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক-? [ বাংলাদেশ পল্লী মাঠ কর্মকর্তা : ১৩ ]

উত্তর: (গ) শঙ্খনীল কারাগার

৯. 'দিঘির জলে কার ছায়া গো' --এটি [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার :১৪ ]

উত্তর: (গ) উপন্যাস

১০. ”আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে--- [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক:১৩ ]

উত্তর: (ক) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র

১১. ”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কী? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক:১২ ]

উত্তর: (ক) মুক্তিযুদ্ধ

১২. ”আগুনের পরশমণি” চলচ্চিত্র পটভূমি কি? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর:১৬ ]

উত্তর: (খ) মুক্তিযুদ্ধ

১৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? [ ৩৯তম বিসিএস ]

উত্তর: (ক) হুমায়ূন আহমেদ

১৪. ”ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা:১৩ ]

উত্তর: (গ) হুমায়ূন আহমেদ

১৫. নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'- [ সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):১৫ ]

উত্তর: (ক) একটি রাজনৈতিক উপন্যাস

১৬. হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়? [ উত্তরা ব্যাংক সহকারী অফিসার (ক্যাশ) : ১১ ]

উত্তর: (গ) সূর্যের দিন

১৭. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :১৮ ]

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

১৮. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার : ১২ ]

উত্তর: (ঘ) হুমায়ুন আহমেদ

১৯. ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]

উত্তর: (গ) হুমায়ুন আহমেদ

২০. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (গ) আগুনের পরশমণি

২১. ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৩ ]

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

২২. ‘হিমু’ নাটকটির রচয়িতা কে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৭ ]

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

২৩. "রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন"? একথা বলেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) হুমায়ুন আহমেদ

২৪. 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার: ০৬ ]

উত্তর: (ঘ) হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে

২৫. ‘দেয়াল’ রচনাটি কার? [ ৩৪তম বিসিএস ]

উত্তর: (খ) হুমায়ুন আহমেদ

২৬. ‘এলেবেলে’ বইটি কার লেখা? [ শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার :০০ ]

উত্তর: (খ) হুমায়ুন আহমেদ

২৭. বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) হুমায়ুন আহমেদ

২৮. কোনটি হুমায়ন আহমেদ রচিত উপন্যাস ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]

উত্তর: (ক) আনন্দ বেদনার কাব্য

২৯. ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা) : ১৩ ]

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

৩০. ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম) : ১২ ]

উত্তর: (ক) হুমায়ুন আহমেদ

৩১. ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী কো-অর্ডিনেটর : ১৭ ]

উত্তর: (ঘ) হুমায়ুন আহমেদ

৩২. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০ ]

উত্তর: (গ) আগুনের পরশমণি

৩৩. কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা? [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ ]

উত্তর: (গ) আগুনের পরশমণি

৩৪. 'নীল অপরাজিতা' উপন্যাসটির রচয়িতা কে? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১ ]

উত্তর: (ঘ) হুমায়ূন আহমেদ

৩৫. 'জোছনা ও জননীর গল্প' গ্রন্থের রচয়িতা কে? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার: ২২ ]

উত্তর: (গ) হুমায়ূন আহমেদ

    নবীনতর পূর্বতন