হাসান হাফিজুর রহমান

হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। তাঁর রচিত সাহিত্যকর্মে জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটেছে। ১৯৬৭-তে পাকিস্তানি শাসকচক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং পাকিস্তানের আদর্শ পরিপন্থী বলে রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন ।

হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম হাসান হাফিজুর রহমান ১৪ জুন, ১৯৩২ খ্রিস্টাব্দে [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান] জামালপুর শহরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস - জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রাম ।
ভাষা আন্দোলন ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ঐ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ প্রকাশিত হয়।
২১ ফেব্রুয়ারির বাংলা তারিখ ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বাংলা ৮ই ফাল্গুন।
সম্পাদনা তিনি ১৯৫২ সালে ‘বেগম’ পত্রিকায়, ১৯৫৩ সালে ‘সওগাত' পত্রিকায় এবং ১৯৫৫ সালে ‘দৈনিক ইত্তেহাদ’ পত্রিকায় এবং ১৯৬৫ সালে ‘দৈনিক পাকিস্তান' পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে কুমিল্লার এক গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন ।
পুরস্কার তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৭), ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৭১), ‘একুশে পদক’- মরণোত্তর (১৯৮৪) লাভ করেন ।
সম্পাদিত গ্রন্থ তাঁর সম্পাদিত গ্রন্থ:

‘একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩): এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি এতে প্রথম প্রকাশিত হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের স্মরণে এ সংকলনটি ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ করেন। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্‌শা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখকের রচনা রয়েছে। এটি পুঁথিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান ।

‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র' (১৯৮২-৮৩)- ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প' এর প্রধান নিযুক্ত হন। তাঁর সম্পাদনায় এটি ১৫ খণ্ডে ১৯৮২-৮৩ সালে প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ তাঁর কাব্যসমূহ:

‘বিমুখ প্রান্তর’ (১৯৬৩): এটি তাঁর প্রকাশিত প্রথম কাব্য। ‘অমর একুশে’ এ কাব্যের বিখ্যাত কবিতা ।

‘আর্ত শব্দাবলী’ (১৯৬৮),

‘অন্তিম শরের মতো' (১৯৬৮),

‘যখন উদ্যত সঙ্গীন' (১৯৭২),

‘শোকার্ত তরবারী' (১৯৮২),

‘ভবিতব্যের বাণিজ্য তরী' (১৯৮৩)।
প্রবন্ধ ‘আধুনিক কবি ও কবিতা' (১৯৬৫),

‘মূল্যবোধের জন্য' (১৯৭০),

‘আলোকিত গহবর' (১৯৭৭),

‘সাহিত্য প্রসঙ্গ' (১৯৭৩)।
গল্প ‘আরো দু'টি মৃত্যু’ (১৯৭০)
ভ্রমণকাহিনি ‘সীমান্ত শিবিরে’
মৃত্যু তিনি ১৭ জানুয়ারি হার্ট, লিভার ও কিডনির চিকিৎসার জন্য রাশিয়া গমন করেন এবং ১ এপ্রিল, ১৯৮৩ খ্রিস্টাব্দে মস্কোতে মৃত্যুবরণ করেন।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

নবীনতর পূর্বতন