সতীময়না-লোরচন্দ্রানীর কাহিনী
সতীময়না-লোর চন্দ্রানী কাব্যের নায়ক গোহারি দেশের রাজা, লোর। এতে লোরের দুই বিবাহ এবং প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। প্রথমে লোর বিয়ে করেছিলেন এক রাজকুমারী, ময়নাবতীকে। তারা সুখে ছিলেন। কিন্তু এক যোগীর মুখে চন্দ্রানীর অসামান্য রূপের কথা শুনে লোর আকৃষ্ট হন এবং মোহরা দেশে গিয়ে সে চন্দ্রানীর সাথে মিলিত হয়। পরে চন্দ্রানীর স্বামীকে এক যুদ্ধে নিহত করে গোর তাকে বিয়ে করে এবং মোহরা রাজ্য অধিকার করে সেখানেই থেকে যায়। ওদিকে বহু বছর পর ময়নাবতী শুক পাখিকে দিয়ে খবর পাঠালো গোরের কাছে। এরপর অতীতের কথা মনে পড়ায় পুত্রকে রাজ্য দিয়ে চন্দ্রানীকে নিয়ে লোর ফিরে এল নিজের দেশে, ময়নাবতীর কাছে।